অভ্যেস
-মৈত্রেয়ী মণ্ডল
হাঁটতে গিয়ে যেই গলিতে পথ হয়েছে শেষ
সেখান থেকে চলতে শেখার নতুন অভ্যেস
সারা বেলা ক্লান্ত যখন একঘেয়েমি ভিড়,
বৃষ্টিভেজা শীতকাতুরে আলসেমিতে স্থির।
মেঘচাদরে জড়িয়ে থেকেও সূর্য ওঠে যেমন,
অর্ধমৃত ইচ্ছেরা রং খুঁজতে থাকে তেমন
লাগামছাড়া অজুহাতের গল্প শুধুই ফাঁকি,
একটা আকাশ ভালোবাসা রইলো দেওয়া বাকি।
0 Comments