বেঙ্গল মিরর ডেস্ক: জিনিয়াস কনসালটেন্ট লিমিটেড (জিনিয়াস ফাউন্ডেশন) এর একটি উদ্যোগ সমাজের দুর্বল অংশ থেকে যুবকদের জীবিকা উন্নত করার জন্য অনেক যুবককে পথ দিয়েছে। জিনিয়াস কনসালট্যান্ট লিমিটেড (জিনিয়াস ফাউন্ডেশন) ভারতের বৃহত্তম জনশক্তি আউটসোর্সিং কোম্পানিগুলির মধ্যে একটি, সমাজের দুর্বল অংশের যুবকদের গৃহস্থালী এবং অন্যান্য গৃহস্থালী যন্ত্রপাতিগুলিতে দক্ষ করে তাদের জীবিকা উন্নত করার জন্য একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছে। ইলেক্ট্রনিক সেক্টর স্কিল কাউন্সিল অফ ইন্ডিয়া (ইএসএসসিআই) দ্বারা এসেনশিয়াল এডুকেয়ার লিমিটেডের সহযোগিতায় প্রশিক্ষণ কর্মসূচিটি সম্পাদিত হয়েছিল।
কেউ হাতের কাজ শিখলে রোজগার করার রাস্তা খুলে যাবে। কাজের জন্য বসে থাকতে হবে না। বুধবার একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এমনটাই বললেন বিশিষ্ট উদ্যোগপতি ওয়াই পি যাদব। প্রসঙ্গত, এ দিন জিনিয়াস কনসালটেন্ট লিমিটেড (জিনিয়াস ফাউন্ডেশন)-এর একটি উদ্যোগ সমাজের দুর্বল অংশ থেকে যুবকদের দক্ষতা উন্নয়নমূলক ট্রেনিং শেষে সার্টিফিকেট প্রদান কর্মসূচি ছিল। সেই অনুষ্ঠানে কলকাতা প্রেস ক্লাবে উপস্থিত মিস্টার যাদব।
এ দিন ৬০ জন প্রার্থীকে সফলভাবে প্রশিক্ষণ শেষ করার জন্য সার্টিফিকেট দেওয়া হয়। একইসঙ্গে তারা যাতে কাজে যুক্ত হতে পারে, তার জন্য বিভিন্ন যন্ত্রপাতিও প্রদান করা হয়। জানা গিয়েছে, এদের মধ্যে কয়েকজন লয়েড, হিটাচি, গোদরেজ, হ্যাভেলস ইত্যাদি সংস্থায় কাজ শুরু করেছেন। এ দিনের অনুষ্ঠানের উদ্যোক্তারা ছিল ইএসএসসিআই এবং এসেনসিয়াল এডুকেয়ার লিমিটেড। উপস্থিত ছিলেন জিনিয়াস কনসালট্যান্টস লিমিটেডের প্রধান ব্যবস্থাপনা পরিচালক ওয়াই পি যাদব, এমডি সায়ানি চ্যাটার্জি, ডিরেক্টর তন্ময় দাস প্রমুখ।
0 Comments