সুষমা ত্রিপাঠী মেমোরিয়াল নার্সিংহোমের কালিয়াচক শাখার উদ্বোধন

মোহাম্মদ নাজমুস সাহাদাত, কালিয়াচক


মালদার প্রখ্যাত চিকিৎসক ডা: সূর্যকান্ত ত্রিপাঠীর নিজের হাতে গড়া তার মা সুষমা ত্রিপাঠীর নামাঙ্কিত সুষমা ত্রিপাঠী মেমোরিয়াল নার্সিংহোম। ডা: সূর্যকান্ত ত্রিপাঠী ১৯৯০ সালে মালদা শহরের ঝলঝলিয়া রোডের পাশেই গড়েছেন এই নার্সিংহোম। দীর্ঘ ৩৪ বছর ধরে মালদা শহরে প্রতিষ্ঠিত নার্সিংহোমে  লক্ষ লক্ষ মানুষের সুচিকিৎসা করে গেছেন তিনি। এবার নতুনভাবে তার ছেলে ডা: জয়দীপ ত্রিপাঠীর হাত ধরে নতুনরূপে সুজাপুরের বিশুমোড় ও কালিয়াচকের বালিয়াডাঙ্গায় সুষমা ত্রিপাঠী মেমোরিয়াল নার্সিংহোমের শাখার শুভ উদ্বোধন হয়ে গেল। এ দিন কালিয়াচকের বালিয়াডাঙ্গা অর্থাৎ শেরশাহী যাবার পথের ধারেই এটি চালু হয়। 



এ নিয়ে ডা: জয়দীপ ত্রিপাঠী জানান, বাবা যখন ঠাকুমার নামে নার্সিংহোম করেছেন, আমি তার একটি শাখা নিজ উদ্যোগে আজ আমার মায়ের জন্মদিনে উপহার স্বরুপ শুভ সূচনা করলাম। এখানে বিভিন্ন ধরনের সুচিকিৎসা ও মানুষের যথেষ্ট সেবা দেওয়া হবে। সকল ব্যবস্থাপনা ও সকল সুযোগ সুবিধা আমাদের এখানে রয়েছে। এ দিনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা: সূর্যকান্ত ত্রিপাঠী, মধুমিতা ত্রিপাঠী, কান্সিলার পূজা দাস ছাড়াও ছিলেন অনেকেই। এ দিন পূজাপাঠ ও ফিতে কাটার মাধ্যমে শুভ সূচনা করা হয়।

ডা: সূর্যকান্ত ত্রিপাঠী বলেন, কালিয়াচক খুব ভালো জায়গা। আমি অনেক বছর আগে এখানে আসতাম আর এখানে আমার খুব ভাল রুগি হত। কালিয়াচকের মানুষ আমাকে খুব ভালোভাসে ও বিশ্বাস করে। আমার স্বপ্ন ছিল যে এখানে কিছু একটা করব। তারপর আমার ছেলে ডা: জয়দীপ ত্রিপাঠী নিজ উদ্যোগ নিয়ে সুষমা ত্রিপাঠী মেমোরিয়াল নার্সিংহোমের সংখ্যাটাকে সাকার করল। আমরা এখানে এসেছি সবার ভালোবাসা পাওয়া ও মানুষের সুচিকিৎসা সেবা দেওয়ার জন্য। যারা এই কালিয়াচক থেকে মালদা চলে যেত তাদের সুবিধার জন্য আমরা তাদের এলাকায় সুন্দর মডেলের পরিষেবা দিতে পারব। খুব সুন্দরভাবে এখানে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। আশাকরি এটা আমরা ভালভাবে চালাতে পারব, সবাই ভালো চিকিৎসা পাবে। আমাদের উপর বিশ্বাস আছে বলে রুগিরা এগিয়ে আসছে। যেহেতু রুগিরা ভালো পরিষেবা পাচ্ছে তাই আমাদের কাছে এগিয়ে আসছে। কালিয়াচক ও সুজাপুরের মানুষ বিভিন্ন জায়গায় চলে যায় চিকিৎসার জন্য সেইমানের চিকিৎসা নিজ এলাকায় দেওয়ার জন্যই আমাদের এই প্রচেষ্টা।

Post a Comment

0 Comments