বেঙ্গল মিরর ডেস্ক: শাহরুখ খানের সেই বিখ্যাত সিনেমা 'ডিডিএলজি' দেখে নববধূর মনে হতেই পারে হাতে ভাল করে মেহেন্দি পরবেন। কিন্তু না এই মেহেন্দির জন্যই বিড়ম্বনায় পড়তে পারেন নববধরা। এ নিছক কোনও কল্পনা কিংবা আতঙ্ক সৃষ্টি নয়, এই মেহেন্দি পরার কারণেই আটকে যাচ্ছে বিয়ে। তাই সরকারিভাবে ঘোষণা করা হয়েছে, কেউ বিয়ে করতে গেলে অবশ্যই মেহেন্দি ছাড়াই যেন রেজিস্ট্রি অফিসে যান। শুধু কি নববধূ বা বরের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য? তা কিন্তু নয়, যারা সাক্ষী হবেন তাদেরকেও পরিষ্কার হাত নিয়ে যেতে হবে রেজিস্ট্রি অফিসে।
প্রসঙ্গত, কিছুদিন আগে বিয়েকে আইনি বৈধতা দিতে এবং নব দম্পতির তথ্য ডিজিটাল সংগ্রহ করতে সরকারের তরফে বায়োমেট্রিক বাধ্যতামূলক করা হয়। আর এখানেই যত গন্ডগোল। যারা মেহেন্দি হাতে দিয়ে যাচ্ছেন তাদের আঙ্গুলের ছাপ অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করতে পারছে না মেশিন। ফলে অনেকেরই এই সমস্যা হচ্ছে। বিভিন্ন রেজিস্ট্রি অফিস থেকে এ নিয়ে বিভিন্ন সমস্যার কথা শোনা যাচ্ছে। তারপর সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, বিয়ের কনে বা বর, উভয়কে মেহেন্দি ছাড়াই রেজিস্ট্রি অফিসে যেতে হবে। এই বায়োমেট্রিক করার কারণ হিসেবে সরকারিভাবে জানানো হয়েছিল অনেকেই নিজেদের তথ্য সঠিকভাবে দাখিল করেন না, ফলে আইনগত দিক থেকে নব দম্পতিকে নানান সমস্যায় পড়তে হচ্ছিল। তাই এই বায়োমেট্রিক সংগ্রহ করে সমস্ত তথ্য বা পরিচয় সরকার নিজেদের কাছে রাখছিল। আর এটা করার পর থেকে এই সমস্যা দেখা দিচ্ছে। তাই এবার থেকে আপনি বলতেই পারেন 'মেহেন্দি লাগাকে না রাখনা'!
0 Comments