বেঙ্গল মিরর ডেস্ক: বেশ কিছুদিন ধরেই আশঙ্কা করা হচ্ছিল যে গ্রেফতার হতে পারেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। বারবার কেন্দ্রীয় সংস্থার তরফে পাঠানো হচ্ছিল সমন। অবশেষে গ্রেফতার হলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর জমি জালিয়াতি সংক্রান্ত মামলায় হেমন্ত সোরেনকে গ্রেফতার করল ইডি। বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হেমন্ত সোরেনের গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন জেএমএমের সাংসদ মহুয়া মাজি।
Himant Soren |
মহুয়া মাজি জানিয়েছেন, ‘‘মুখ্যমন্ত্রী এখন ইডি হেফাজতে রয়েছেন। ইডির একটি দলের সঙ্গে রাজ্যপালের কাছে গিয়েছেন ইস্তফা জমা দেওয়ার জন্য। চম্পাই সোরেন নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন। আমাদের যথেষ্ট সংখ্যক আসন রয়েছে।’’
0 Comments