বেঙ্গল মিরর ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের জন্য সেখানে কোনরকম রাজনীতি প্রশ্রয় দেওয়া হবে না এ দাবি বার বার উঠলেও ফের শিরোনামে যোগমায়া দেবী কলেজ। বুধবার সরস্বতী পুজোকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয় কলেজ প্রাঙ্গনে। কলেজের ছাত্রীদের অভিযোগ, আশুতোষ ও শ্যামপ্রসাদ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা কলেজের ভেতরে চড়াও হয়ে AIDSO র ব্যানার, ফেস্টুন ছিঁড়ে তৃণমূলের পতাকা লাগানোর চেষ্টা করে, বাধা দেওয়া হলে তারা ছাত্রীদের ওপর আক্রমণ চালায়। আক্রমণের হাত থেকে রক্ষা পায়নি অধ্যাপক, অধ্যাপিকা থেকে শুরু করে শিক্ষাকর্মীরা পর্যন্ত। তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে শ্রীলতাহানীর অভিযোগও এনেছে AIDSO র কর্মীসমর্থকরা। তাদের দাবি, বহিরাগতরা এসে পোশাক ছিঁড়ে দেয় এবং মোবাইল, ঘড়ি, ফোন কেড়ে নেয়। সব মিলিয়ে রণক্ষেত্র হয়ে ওঠে কলেজ প্রাঙ্গন। তবে তৃণমূল ছাত্র পরিষদের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং তিন কলেজের অধ্যক্ষদের তরফ থেকে কোনও বিবৃতি পাওয়া যায়নি।
ঘটনার তীব্র নিন্দা করছে শিক্ষামহল। তাদের বক্তব্য, বাগদেবীর আরাধনায় এই ধরনের বিশৃঙ্খলা কলেজেগুলির নিরাপত্তা ব্যবস্থা,পঠন পাঠন ও রাজ্যের শিক্ষা সংস্কৃতি কতটা নিম্নগামী হয়ে গেছে তার প্রমানই ফুটে উঠেছে এই ঘটনায়। এর আগেও বারবার বিভিন্ন ঘটনায় নাম উঠেছে এই কলেজগুলির। কেন প্রশাসন কড়া ব্যবস্থা নিচ্ছে না এ নিয়েও সরব শিক্ষামহল। আজ, বৃহস্পতিবার দোষীদের শাস্তির দাবিতে এবং কলেজ গুলির নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে AIDSO তরফে সারা বাংলা ধিক্কার দিবসের ডাক দেওয়া হয়েছে।
0 Comments