আসিফ রেজা আনসারী
কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর এখন চলছে বসন্তকাল। এই বসন্তের আবহে বিশেষ বইমেলা শুরু হল কলকাতার ঐতিহ্যবাহী কলেজ স্কোয়ারে। বুধবার সন্ধ্যায় পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড এবং স্থানীয় পুর প্রতিনিধির যৌথ উদ্যোগে এই বাসন্তী বইমেলার উদ্বোধন হয়। এ দিনের বইমেলার উদ্বোধক ছিলেন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়, সাহিত্যিক নলিনী বেরা, কবি অমর মিত্র, প্রচেত গুপ্ত, হিমাদ্রিকিশোর দাশগুপ্ত, বীনতা রায়চৌধুরী, সৈকত মুখোপাধ্যায়, জয়ন্ত দে, সুকান্ত গঙ্গোপাধ্যায় প্রমুখ।
ছবি- নিজস্ব |
গিল্ডের তরফে ত্রিদিব চট্টোপাধ্যায় ও সুধাংশুশেখর দে জানান, বইকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে তারা এই উদ্যোগটি নিয়েছেন। এই সময়ে বহু মানুষ কলেজ স্কোয়ারে আসেন, তাদের কাছে বইকে তুলে ধরতে এই উদ্যোগ। কমিটির তরফে জানানো হয়েছে, ৬ থেকে ১২ মার্চ পর্যন্ত এই বইমেলা চলবে। বইমেলার শেষ দিন আড়াইশো দরিদ্র শিশুর হাতে আবির, পিচকারী, বই ও অন্যান্য শিখনসামগ্রী বসন্তের উপহার হিসেবে তুলে দেওয়া হবে। এ দিনের প্রধান অতিথি ও উদ্বোধক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বই সম্পর্কে তার অভিজ্ঞতার কথা শোনান। তিনি আশা প্রকাশ করেন, বর্তমানে বইকে কেন্দ্র করে মানুষের কিছুটা হলেও আগ্রহ বাড়ছে। আর বইমেলার মাধ্যমে মানুষের সঙ্গে অন্য মানুষের পরিচিতি জায়গা তৈরি হচ্ছে।
0 Comments