চোখের অপারেশন করে অন্ধত্ব, বিহিত চেয়ে ডেপুটেশনে এপিডিআর

আসিফ রেজা আনসারী 

সাধারণ মানুষ চিকিৎসার জন্য সরকারি হাসপাতালকেই ভরসা করেন। বিশেষ করে যাদের আর্থিক অবস্থা ভালো নয়, তারা তো এক প্রকার বাধ্য হয়ে বেছে নেন সরকারি হাসপাতাল। কিন্তু সেখানে যদি চিকিৎসা করাতে গিয়ে চোখ হারানোর মতো ঘটনা ঘটে, তাহলে কেমন হবে? হ্যাঁ, সম্প্রতি সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে কুড়ি পঁচিশ জনের চোখ হারানোর ঘটনা সামনে আসে। গত মাসে কলকাতা শহরতলীর গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালের এই ঘটনায় অবিলম্বে যাতে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হয় এমনই দাবি উঠল। শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন দিল মানবাধিকার সংগঠন গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি বা এপিডিআর।

Pic by source 

এ দিন সংগঠনের দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির তরফে টালিগঞ্জের এম আর বাঙুর হাসপাতালে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। এ প্রসঙ্গে সংগঠনের নেতা আলতাফ আহমেদ বলেন, আমরা দাবি জানিয়েছি চোখের চিকিৎসা করাতে গিয়ে সংক্রামিত ব্যক্তিদের সবরকম চিকিৎসা, বিনাশর্তে এবং বিনামূল্যে করতে হবে। তিনি আরও বলেন, দৃষ্টিশক্তি হারানোর ফলে ওই সমস্ত রোগীরা তাদের পেশাগত জীবনে আর ফিরতে পারবেন না, তাই তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।কোন পরিপ্রেক্ষিতে কার দায়িত্বে বা কাদের অবহেলায় এ ধরনের ঘটনা ঘটল, তার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছি। নিরপেক্ষ তদন্তের জন্য অবিলম্বে হাসপাতাল সুপারকে সাসপেন্ড করতে হবে বলেও দাবি তুলেছে এপিডিআর। এই ডেপুটেশন কর্মসূচিতে সংগঠনের জেলা সম্পাদক শাহানারা খাতুন ছাড়াও বহু মানুষ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments