পুলিশি নির্যাতনে মৃত্যু: মুখ্যমন্ত্রীকে চিঠি আলেম-ওলামাদের

বেঙ্গল মিরর ডেস্ক: সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনা ঢোলাহাট থানার আবু সিদ্দিক হালদার নামে এক যুবককে পুলিশ পিটিয়ে মেরেছে বলে অভিযোগ ওঠে। অবশ্য এই ঘটনায় ইতিমধ্যে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু বিভিন্ন গণসংগঠন মনে করছে এই ঘটনার পেছনে বড় কোন ষড়যন্ত্র রয়েছে। তাই অবিলম্বে নিরপেক্ষ তদন্ত এবং দোষী পুলিশকর্মীদের শাস্তি দিতে হবে এমন দাবি তুলল ‘ঐকতান-মিল্লি ইত্তিহাদ মজলিস’ নামে একটি সামাজিক সংগঠন। এই সংগঠনের তরফে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মারকলিপি দেওয়া হয়। 


ঐকতান-মিল্লি ইত্তিহাদ মজলিসের দাবি, তারা যেভাবে ঘটনা সম্পর্কে বিভিন্ন সংবাদপত্র ও মানুষের কাছে শুনতে পেয়েছেন তাতে তারা বিশ্বাস করেন পুলিশি নির্যাতনের ফলেই মৃত্যু হয়েছে আবু সিদ্দীক হালদারের। তাঁকে পুলিশ ভয়ংকরভাবে শারীরিক নির্যাতন করেছে। আর এই ঘটনায় পুলিশ বিভাগের একটি অংশ ষড়যন্ত্রে লিপ্ত আছে বলেও তারা মনে করছে। তাদের দাবি, ইতিপূর্বে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল তদন্তসাপেক্ষে সেগুলোতে সঠিক ব্যবস্থা নেওয়া হয়নি, তাই রাজ্যে এ ধরনের ঘটনা বেড়েই চলেছে। এমন অবস্থায় সংগঠনের দাবি, অবিলম্বে ঢোলাহাটের ঘটনায় উপযুক্ত তদন্ত, দোষী পুলিশকর্মীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সংগঠনের পক্ষে মুখ্যমন্ত্রীর কাছে এই দাবি রেখেছেন আমিনুল আম্বিয়া, রুহুল আমিন, মুহাম্মদ সাহনওয়াজ আলম, ওবায়দুর রহমান, আধুল মোমেন, ইমদাদুল্লাহ, আবু হানিফা, গাউসুল আজম প্রমুখ।

Post a Comment

0 Comments