পেহচান ফাউন্ডেশনের উদ্যোগে রাখিবন্ধন

বেঙ্গল মিরর ডেস্ক: সোমবার পবিত্র রাখিবন্ধন উপলক্ষে টিটাগড় এবং কামারহাটির পহচান ফাউন্ডেশনের শিশু সদস্য এবং স্বেচ্ছাসেবকরা এক বিশেষ উদ্যোগ গ্রহণ করে। তারা পুলিশ স্টেশন, আর্মি বেস ক্যাম্প, হাসপাতাল এবং অন্যান্য বিভিন্ন স্থানে গিয়ে রাখি বেঁধে ভালোবাসা এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন। 

এই বিশেষ দিনে শিশুরা পুলিশ কর্মী, সৈনিক এবং স্বাস্থ্যকর্মীদের হাতে রাখি বেঁধে তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শন করে। এই উদ্যোগের মাধ্যমে তারা তাঁদের ধন্যবাদ জানিয়েছে যারা দিনরাত আমাদের সুরক্ষা এবং সেবায় নিয়োজিত আছেন। এর উদ্দেশ্য ছিল শুধুমাত্র রাখিবন্ধন উৎসবের তাৎপর্য তুলে ধরা নয়, সমাজে ঐক্য ও সংহতির বার্তাও ছড়িয়ে দেওয়া।

Photo by source

ফাউন্ডেশনের সদস্যরা এই উপলক্ষে বলেন, "রাখিবন্ধন উৎসব শুধুমাত্র ভাইবোনের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সমাজের সমস্ত রক্ষকদের প্রতি সম্মান প্রদর্শনের একটি মাধ্যম, যারা তাঁদের কর্তব্য পালন করতে করতে আমাদের সুরক্ষা করেন।" এই উদ্যোগটি স্থানীয় সম্প্রদায়ের মধ্যে ব্যাপক প্রশংসা লাভ করে এবং সমাজে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে সহায়ক হয়।

Post a Comment

0 Comments