বেঙ্গল মিরর ডেস্ক: সম্প্রতি শিক্ষকদের আচরণবিধি সংক্রান্ত ফতোয়া জারি করে শিক্ষা দফতর। শিক্ষা দফতরের সেই ফতোয়া উপেক্ষা করে শনিবার বিকালে প্রবল বৃষ্টির মধ্যে হাঁটু জল ঠেলে আর.জি. কর কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদ মিছিলে শামিল হল স্কুল -কলেজ -বিশ্ববিদ্যালযের শিক্ষকরা। মিছিল শুরুর দু'ঘণ্টা আগে থেকে প্রবল বৃষ্টিতে অবরুদ্ধ হয়ে যায় কলকাতা। মিছিলের জমায়েতস্থল কলেজ স্কোয়ারে তখন হাঁটু সমান জল। সেই অবস্থায় মিছিল শুরু হয়ে বিধান সরণির দিকে এগিয়ে যায়। হাঁটু জল ছাড়িয়ে বিধান সরণিতে তখন এক কোমর জল। অবশেষে মিছিল ঘুরিয়ে নিয়ে এম জি রোড, মিত্র ইনস্টিটিউশন হয়ে এপিসি রোড দিয়ে রাজাবাজার সায়েন্স কলেজের সামনে পর্যন্ত যায়। তিলোত্তমার নৃশংস হত্যার বিচারের দাবিতে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
এ নিয়ে আয়োজকদের আহ্বায়ক অনিমেষ বাবু বলেন, মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রাথমিক-মাধ্যমিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গ্রন্থাগারিক, শিক্ষাকর্মীরা সংগঠিত হয়ে তৈরি করেছে টিচার্স ফর আর জি কর। সেই প্লাটফর্মের পক্ষ থেকেই মূলত আজকের এই প্রতিবাদ মিছিল। আর জি কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও নৃশংস হত্যায় জড়িত প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, কর্মস্থলে সকলের সুনিশ্চিত নিরাপত্তার দাবিতে এবং তিলোত্তমা হত্যা পরবর্তী তথ্য প্রমাণ লোপাটের অপচেষ্টার বিরুদ্ধে এই মিছিল।
মিছিলের শেষে দাবি ওঠে, যতদিন না পর্যন্ত আরজিকর কাণ্ডের বিচার হয় এবং প্রকৃত দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি না পায় ততদিন শিক্ষক সমাজের পক্ষে এই ঐক্যবদ্ধ ধারাবাহিক প্রতিবাদ আন্দোলন চলবে।
0 Comments