উঠল নিষেধাজ্ঞা, অন্য কর্মসূচিতে অংশগ্রহণে বাধা থাকল না পড়ুয়াদের

বেঙ্গল মিরর ডেস্ক: আর জি কর নিয়ে আন্দোলনে শামিল হচ্ছিল স্কুল পড়ুয়ারাও। সেই আন্দোলন ঠেকাতে স্কুল পড়ুয়াদের গতিবিধির উপর নজরদারি শুরু করেছিল রাজ্য। পড়ুয়ারা যাতে সরকারি অনুষ্ঠান ছাড়া অন্য কোনও কর্মসূচিতে অংশ নিতে না পারে তার জন্য জারি হয়েছিল কঠোর বাধা–নিষেধ। আপত্তি জানিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষকরা। অবশেষে পিছু হঠল সরকার।

Notice by DI

সোমবার কলকাতার রাজপথে প্রধানশিক্ষক শিক্ষিকাগণের আন্দোলনের চাপে পড়ে পশ্চিম মেদিনীপুরের জেলা বিদ্যালয় পরিদর্শক গত ২২ আগস্টে তাঁরই জারি করা ফতোয়া (স্কুলের ছাত্রছাত্রীরা সরকারি অনুষ্ঠান ছাড়া অন্য কোনও কর্মসূচিতে অংশ নিতে পারবে না) ফিরিয়ে নিতে বাধ্য হলেন মঙ্গলবার। এ নিয়ে সন্তোষ প্রকাশ করেন অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস–এর সাধারণ সম্পাদক চন্দন মাইতি।

Post a Comment

0 Comments