বেঙ্গল মিরর ডেস্ক: কলকাতার আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এবার ২৪ ঘণ্টা দেশজুড়ে চিকিৎসা পরিষেবা বন্ধের ডাক দিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ। ১৫ আগস্ট বিজ্ঞপ্তি জারি করে সংগঠনের তরফে জানানো হয়েছে, ১৭ থেকে ১৮ আগস্ট সকাল পর্যন্ত দেশজুড়ে চিকিৎসা পরিষেবা বন্ধ থাকবে। অর্থাৎ শনিবার সকাল ৬ টা থেকে এই কর্মসূচি শুরু হবে। চলবে রবিবার সকাল ৬টা পর্যন্ত।
দেশের সমস্ত সরকারি, বেসরকারি চিকিৎসকদের কাছে এই ২৪ ঘণ্টা চিকিৎসা পরিষেবা বন্ধের আবেদন জানিয়েছে আইএমএ। এ দিকে, দেশের রেডিওলজিক্যাল ইমেজিং অ্যাসোসিয়েশনও কর্মবিরতির এই কর্মসূচিতে আইএমএ-র পাশে দাঁড়িয়েছে। আগামী শনিবার দেশজুড়ে হাসপাতালগুলিতে ওপিডি, পরিষেবা পাওয়া যাবে না, এবং জরুরি নয় এমন সার্জারিও হবে না। পাশাপাশি দেশের রোগপরীক্ষাকেন্দ্রগুলিও সব বন্ধ থাকার আশঙ্কা রয়েছে। ফলে আগামীকাল দেশে ভোগান্তি বাড়তে চলেছে রোগী ও রোগীর পরিবারের সদস্যদের।
0 Comments