বেঙ্গল মিরর ডেস্ক: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের হুমকি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। আর ঠিক তার একদিন পর পাল্টি ফেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার তিনি দাবি করেন, ডাক্তারদের তিনি কোনও হুমকি দেননি। সংবাদমাধ্যমে মিথ্যা কথা প্রচারিত হয়েছে। কিন্তু মমতার দাবি নিয়ে ফের বিতর্ক তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে একটি খবর প্রকাশিত হয়েছে তৃণমূল কংগ্রেসের নিজস্ব মুখপত্র জাগো বাংলায়। তাতে প্রচ্ছন্ন হুমকিই রয়েছে বলে দাবি বিরোধীদের। বৃহস্পতিবার যখন তৃণমূলের তরফে আত্মপক্ষ সমর্থন করে দাবি করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী কাউকে হুমকি দেননি। সেদিনও জাগো বাংলার অনলাইন সংস্করণে আগের দিনের খবর অক্ষত রয়েছে।
বৃহস্পতিবার জাগো বাংলায় একটি খবর প্রকাশিত হয়েছে। অনলাইন সংস্করণে লেখা রয়েছে মুখ্যমন্ত্রী কাউকে হুমকি দেননি। মিডিয়ার একাংশ মিথ্যা প্রচার করছে। মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়ার নামে যাই বলুন না কেন তাঁর দলের মুখপত্র 'জাগো বাংলা' কিন্তু বলছে ভিন্ন কথা।
২৮ আগস্ট তারিখ জাগো বাংলার অনলাইন সংস্করণে একটি প্রতিবেদনে শিরোনাম 'আমি ব্যবস্থা নিলে ডাক্তারদের ভবিষ্যৎ নষ্ট হতে পারে : মুখ্যমন্ত্রী'। খবরে লেখা হয়েছে, "টানা কর্মবিরতি পালন করা ডাক্তারদের কাজে ফিরতে অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর মঞ্চ থেকে নেত্রী বলেন, জুনিয়র ডাক্তাররা মিছিল করছেন, করুন। কিন্তু আপনারা তো অঙ্গীকারবদ্ধ। কাজে ফিরুন। মানুষ কষ্ট পাচ্ছেন। কত গরিব মানুষ হাসপাতালে আসেন। ওঁরা নার্সিংহোমে যেতে পারেন না। ওঁদের কথা একটু ভেবে দেখুন! বহু ক্ষেত্রে এমার্জেন্সি ব্যবস্থা দরকার। সঙ্গে সঙ্গে চিকিৎসা না পেলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই বলছি ফিরুন। দিল্লিতে আপনাদের বিরুদ্ধে এফআইআর করা হলেও আমি কিছু করিনি।"
মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরপথে হুমকি দিয়ে বলেন," সুপ্রিম কোর্টও আপনাদের কাজে ফিরতে নির্দেশ দিয়েছে। রাজ্যের হাতেও ক্ষমতা দিয়েছে। কিন্তু আমি কারওর বিরুদ্ধে অ্যাকশন নিতে চাইনি। মুখ্যমন্ত্রী বলেন, চাই ওরা ভালভাবে পড়াশোনা করুক। আমি ডাক্তারদের বিরুদ্ধে এফআইআর করলে ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। চাকরি পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। আইনি পদক্ষেপ তাই করতে চাইনি। "
0 Comments