সাংবাদিক অনল আবেদীনের প্রয়াণ, সাংবাদিকমহলে শোকের ছায়া

বেঙ্গল মিরর ডেস্ক: প্রয়াত হয়েছেন বর্ষীয়ান সাংবাদিক, চিন্তাবিদ, মুর্শিদাবাদ জেলার সম্প্রীতি-লড়াইয়ের বিশেষ মুখ অনল আবেদীন। শুক্রবার সন্ধে ৬:৪৪ নাগাদ অসুস্থতাজনিত কারণে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। জানা গিয়েছে, আগামীকাল শনিবার সকাল ৭:৩০ থেকে ৮:০০ পর্যন্ত  বহরমপুর রবীন্দ্রসদনে তাঁর মরদেহ শায়িত থাকবে। তার পরেই রওয়ানা দেওয়া হবে তার নিজ গ্রাম, দৌলতাবাদ থানার অন্তর্গত  ঘোষপাড়া নওদাপাড়ার উদ্দেশ্যে।  সেখানেই দুপুর ১ টার পর তার শেষকৃত্যের আয়োজন করা হয়েছে। তিনি রেখে গেলেন স্ত্রী তন্দ্রা বিশ্বাস, কন্যা অন্বেষা আবেদীন, বর্ণমালা আবেদীনকে। সাংবাদিকমহলে শোকের ছায়া নেমে এসেছে। 


এ দিকে তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি তাঁর শোকবার্তায় বলেন, সাংবাদিক অনল আবেদীন আর ইহলোকে নেই — একথা ভাবতে আমার খুব কষ্ট হচ্ছে। একজন যুক্তিবাদী মানুষ যিনি তাঁর জীবনে হ্যাঁ কে হ্যাঁ আর না কে না বলতে ছিলেন অভ্যস্ত, তীক্ষ্ণ সমালোচনার অস্ত্র ব্যবহারে পারদর্শী। আমার পরম মনের মানুষটিকে হারালাম, জগতের ভালো মানুষদের তালিকা থেকে একটা নাম হারিয়ে গেল।

Post a Comment

0 Comments