সাবির-মতি-আরিয়ান মিশ্রর ইনসাফ চেয়ে সংখ্যালঘু ও দলিত সংগঠনসমূহের সভা

বেঙ্গল মিরর ডেস্ক: হরিয়ানায় কাজ করতে গিয়ে লিঞ্চিংয়ের শিকার হন বাংলার বাসিন্দা সাবির মল্লিক জানা গিয়েছে, কথিত গো-মাংস খাওয়ার অপরাধে গত মাসের ২৭ তারিখ হরিয়ানার চরখি দাদরিতে সাবির মল্লিক (২৩)-কে ঘর তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করা হয় একইভাবে এই মাসে সহকর্মীদের হাতে খুন হন মালদহের শ্রমিক মতি আলি অন্যদিকে, গরু পাচারকারী মুসলিম মনে করে খুন  করা হয় আরিয়ান মিশ্র নামে আর এক হিন্দু যুবককে। এইসব ঘটনার দোষীদের শাস্তির দাবিতে সভা করল কনফেডারেশন অফ মাইনোরিটিস অ্যান্ড দলিতস্ অ্যাসোসিয়েশন বা সিএমডিএ শুক্রবার বিকালে বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট-এর দি বেঙ্গল থিওসফিক্যাল সোসাইটি হলে এই সভা হয়

ইনসাফের দাবিতে সভায় বিভিন্ন সংখ্যালঘু দলিত সংগঠনের পাশাপাশি ধর্মীয় গুরুরা বক্তা হিসাবে উপস্থিত ছিলেন  দেশজুড়ে চলমান দলিত মুসলিমদের উপর অত্যাচারের প্রতিবাদ করেন সকলে সরকারের কাছে উপযুক্ত পদক্ষেপের দাবিও তোলেন বক্তারা সভার সঞ্চালক ছোটন দাস বলেন, দেশজুড়ে মুসলিমদের উপর নির্যাতন বাড়ছে কেন্দ্রীয় সরকার নাগরিকদের নিরাপত্তা না দিয়ে দোষীদের ছাড় দিচ্ছে এইসব ঘটনা মানবাধিকার সাংবিধানিক অধিকারের পরিপন্থী আমরা ইনসাফের জন্য লড়াই করছি

আমানত ফাউন্ডেশনের মুহাম্মদ শাহ আলম বলেন, দেশের সরকার নাগরিকদের কল্যাণের কাজ না করে সাম্প্রদায়িকতা বিভাজনের চেষ্টা করছে ২০১৮ সালের পর নানা অজুহাতে মুসলিমদের উপর অত্যাচারের তিনি নিন্দা জানিয়ে ইনসাফ দাবি করেন



সিএমডিএ সাধারণ সম্পাদক আইনজীবী আনিসুর রহমান বলেন, সমাজে ঘটে যাওয়া সব অন্যায়ের শাস্তি বা বিচার নায্য অধিকার কিন্তু আর জি কর নিয়ে আন্দোলন হলেও সাবির মল্লিক বা মতি আলির জন্য সুশীল সমাজের নীরবতা আমাদের ভাবাচ্ছে। বৌদ্ধ ধর্মগুরু ভেন বুদ্ধরক্ষিতা ভান্তে তাঁর বত্তৃ«তায় ধর্মের প্রকৃত অর্থ ব্যাখ্যা করেন হিংসা-বিভেদের নিন্দা জানিয়ে হিংসা-হানাহানি বন্ধের জন্য সবার কাছে আহ্বান জানান খ্রিস্টান ধর্মগুরু ফাদার ফ্যান্সিস হিংস গো-রক্ষা নামে মানুষ খুনের নিন্দা জানান ধর্মীয় পরিচয়ের কারণে হত্যা মারধর বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ দাবি করেন তিনি অধ্যাপক আফসার আলি নানান ইস্যুতে সিলেক্টিভ প্রতিবাদ করার জন্য তথাকথিত oশ্রেণির সমালোচনা করেন তাঁর মতে, সমস্ত অন্যায়ের প্রতিবাদে সোচচার না হলে সমাজ থেকে অনাচার বন্ধ হবে না তাই জাতি-ধর্ম বা ভাষার পরিচয় না দেখে নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেন তিনিসভায় অন্যান্যদের মধ্যে ছিলেন মধুশ্রী চট্টোপাধ্যায়, বৌদ্ধ ধর্মগুরু কাছায়ন শর্মাণ, বর্ণালী মুখোপাধ্যায় প্রমুখ

সৌজন্যে– পুবের কলম

Post a Comment

0 Comments