বেঙ্গল মিরর ডেস্ক: হরিয়ানায় কাজ করতে গিয়ে কথিত গো-মাংস খাওয়ার অপরাধে লিঞ্চিংয়ের শিকার হন বাংলার বাসিন্দা সাবির মল্লিক। জানা গিয়েছে, গত মাসের ২৭ তারিখ হরিয়ানার চরখি দাদরিতে সাবির মল্লিক (২৩)-কে ঘর তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করা হয়। অভিযোগ, এই নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে ‘গো-রক্ষক’ বাহিনী। এবার সাবির মল্লিকের খুনিদের ফাঁসির দাবিতে ময়দানে নামল বাংলা ও বাঙালিদের নিয়ে কাজ করা সংগঠন ‘বাংলা পক্ষ’। এর আগে এ নিয়ে রাজ্যের বেশ কিছু সংগঠন প্রতিবাদ জানিয়েছে। বিশেষ করে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন,বন্দিমুক্তি কমিটি, সংগ্রামী আদিবাসী মঞ্চ, হকার সংগ্রাম সমিতি, মানবাধিকার সংগঠন এপিসিআর প্রভৃতি।
হরিয়ানায় কাজ করতে যাওয়া বাংলার বাসিন্দা সাবির মল্লিককে যেভাবে হত্যা করা হয়েছে, তা বৃহত্তর চক্রান্ত বলে মনে করছে বাংলা পক্ষ। ওশিড়া-সহ বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিক বা বাসিন্দাদের উপর নির্যাতন চালানো হচ্ছে। এ নিয়ে সরকারের হস্তক্ষেপ দাবি করে বাংলা পক্ষের নেতৃত্ব। শুক্রবার বিকালে ধর্মতলায় পিয়ারলেস ইন হোটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু হয়। সেখান থেকে আর জি কর ইস্যুতেও সরব হন আন্দোলনকারীরা। যে কোনও অপরাধের সঠিক বিচার না হওয়ার জন্য সবাই ক্ষোভ প্রকাশ করেন।
বাংলা
পক্ষর অভিযোগ, হরিয়ানায় পরিযায়ী বাঙালি শ্রমিকে খুন
করেছে বাংলা ও বাঙালির
শত্রুরা। ওড়িশা,
হরিয়ানা-সহ ভারতজুড়ে বিজেপি
শাসিত রাজ্যে বাঙালির বিরুদ্ধে
সন্ত্রাস চালাচ্ছে একটি গোষ্ঠী।
বিভিন্ন রাজ্যে হকারি বা
কাজ করতে গেলে হেনস্থার
শিকার হওয়া নিয়ে সবাই
ক্ষোভ প্রকাশ করেন।
সৌজন্যে: পুবের
কলম
0 Comments