ওবিসি ইস্যুতে এবার পোস্টার পড়ল বাংলাজুড়ে

বেঙ্গল মিরর ডেস্ক: হাইকোর্টে দীর্ঘদিন ধরে চলতে থাকা মামলার রায়ে পশ্চিমবঙ্গে ২০১০এর পর থেকে হওয়া ওবিসি সংশাপত্র বাতিল হয়ে যায়। ফলে প্রায় পাঁচ লক্ষ ওবিসি-সুবিধাভোগী মানুষের অধিকার অনিশ্চিত হয়ে পড়ে। যদিও এই মামলা সুপ্রিম কোর্টে পৌঁছেছে তবুও অগ্রগতি সেরকম আশাপ্রদ নয়।

এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের ছাত্রযুব সমাজে ছড়িয়েছে চাঞ্চল্য। বেশ কিছু জায়গায় অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে শুরু হয়েছে পথে নেমে আন্দোলনের উদ্যোগ। এই উদ্যোগেরই অংশরূপে বিভিন্ন জেলায় শুরু হয়েছে দেওয়ালে পোস্টার লাগানো। কে বা কারা এই পোস্টার দিচ্ছে, সে সম্পর্কে অবশ্য সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। তবে ভুক্তভোগীদের মধ্য থেকে এই পোস্টারিং হয়েছে বলে মনে করা হচ্ছে।

Photo: source 

ফুরফুরা থেকে পার্ক সার্কাসের আলিয়া ক্যাম্পাসে ওবিসি ইস্যুতে সুবিচার চেয়ে পোস্টার পড়তে দেখা গেছে। এই পোস্টারিংয়ের প্রভাব কতদূর ফলপ্রসু হবে তা সময়ই বলবে। কিন্তু মানুষ যে এই ইস্যুতে ক্রমশ উদ্বিগ্ন হয়ে উঠছেন তার প্রমাণ এই ধরনের পোস্টারগুলো।

ওবিসি নিয়ে আন্দোলনকারী একজন বলেন, রাজ্য সরকারের ঢিলেমির জন্যই ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে। প্রশাসনের একটা অংশ কোনোভাবেই চাইছে না পিছিয়ে পড়া জনজাতি সমুন্নত উন্নয়নের সুযোগ পান। ব্রাহ্মণ্যপন্থী এই গোষ্ঠীটি মানুষকে পিছিয়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।


Post a Comment

0 Comments