বেঙ্গল মিরর ডেস্ক: বিজেপি ও সংঘ শক্তি দেশের সংবিধান ও মানুষের মৌলিক অধিকারকে শেষ করে দিতে চাইছে। এমনই অভিযোগ তুলে সংবিধান দিবস পালন করল প্রদেশ কংগ্রেস। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর দেশের সংবিধান গৃহীত হয়েছিল এবং তা জাতির জন্য উৎসর্গ করা হয়েছিল। এই দিনটি জাতীয় সংবিধান দিবস এবং জাতীয় আইন দিবস হিসাবেও পালিত হয়। বিজেপি মানুষে সংবিধানে থাকা মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে।এমনই অভিযোগ তুলে সংবিধানকে বাঁচিয়ে রাখার আহ্বান নিয়ে দিনটিতে একাধিক কর্মসূচি পালন করল প্রদেশ কংগ্রেস। কলকাতায় বড় মিছিল ও ব্লকে ব্লকে কর্মসূচি পালিত হয়।
এ দিন দুপুরে ধর্মতলায় বি আর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করা হয়। তারপর কলেজ স্ট্রিটে বিদ্যাসাগরের মূর্তিতেও মাল্যদান করা হয়। তারপর শুরু হয় বিশাল পদযাত্রা। মিছিল শেষে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন কংগ্রেসের পদযাত্রায় অংশগ্রহণকারীরা।
Rally to save constitution by pcc |
সংক্ষিপ্ত বক্তব্যে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, ১৯৪৯ সালের ২৬ নভেম্বর স্বাধীন ভারতে সংবিধান গৃহীত হয়েছিল। সংবিধানে ধর্মনিপেক্ষতা ও সবার জন্য বাঁচার অধিকার দেওয়া হয়েছে। কিন্তু দেশে সংঘশক্তি দেশে মাথাচাড়া দিচ্ছে। তারা সংবিধানকে ধ্বংস করতে দিতে চায়। বহুত্ববাদ ও ধর্মনিরপেক্ষতার উপর আক্রমণ হচ্ছে। মণিপুরের মহিলা, শিশু, যৌবন সবকিছুই হিংসা আগুনে জ্বলছে। দেশে কংগ্রেস ক্ষমতায় থাকলে কোনও রাজ্যেই মহিলাদের বিবস্ত্র করার মতো লজ্জাজনক অপরাধের কেউ সাহস পেত না। তারপর উপস্থিত সবাই সংবিধান রক্ষার শপথ নেন।
শুভঙ্কর সরকার আরও বলেন, রাহুল গান্ধি দেশের সংবিধান রক্ষার জন্য লড়াই করছেন। সম্প্রতি ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র নিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়কে তিনি স্বাগত জানান। এক মাস ধরে নানান কর্মসসূচি নেওয়ার কথাও বলেন তিনি।
0 Comments