বেঙ্গল মিরর ডেস্ক: বেশ কিছুদিন ধরে ভারত–বাংলাদেশের সম্পর্ক নিয়ে অনেক জলঘোলা হচ্ছে। অনেকেই আশঙ্কা করছিলেন নাশকতার ঘটনাও ঘটতে পারে। এরই মধ্যে সামনে এল চক্রান্ত। রেল লাইনের ধারে কালো প্লাস্টিকে বোমা রাখার অভিযোগ সামনে আসে বৃহস্পতিবার। বিকেলে ঘটনাটি ঘটেছে সামশেরগঞ্জ থানার নিমতিতা রেল স্টেশন সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল ও সুতি থানার পুলিশ। ঘটনায় অভিযুক্ত যুবকদের আটক করা হয়েছে।
Representative Image |
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক দুই যুবকের নাম মদন কুণ্ডু ও সাগর বিশ্বাস। তাঁদের বাড়ি সুতি থানার দফাহাট এলাকায়। স্থানীয়দের অভিযোগ, সাগর এবং মদন রেল লাইনের ধারে বোমা রেখেছিল। খবর পেয়ে পুলিশ তাঁদের আটক করে নিয়ে যায়। পুলিশ অবশ্য দাবি করছে, রেললাইনের পাথর কালো প্লাস্টিকের মধ্যে মুড়ে রেল লাইনের ধারে ফেলে রেখে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছিল তাঁরা।অবশ্য ধুলিয়ান গঙ্গারোড ও জঙ্গিপুর রোড স্টেশনের মধ্যে বেশ কিছুক্ষন ট্রেন চলাচল বন্ধ থাকে। নিমতিতা স্টেশনে ঘণ্টাখানেক দাঁড়িয়ে থাকে বারহাড়োয়া ও আজিমগঞ্জ প্যাসেঞ্জার।
এ দিকে মুর্শিদাবাদের নিমতিতায় রেল লাইনের উপর বোমা বিস্ফোরণের চেষ্টার ঘটনায় গ্রেফতার হওয়া সাগর দাস ও মদন দাস এর বিরুদ্ধে কী ধারায় পুলিশ মামলা দিল তা জনগণ জানতে চান বলে দাবি করেন এসডিপিআইয়ের রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম। তিনি বলেন, 'পিছনে কী গভীর ষড়যন্ত্র ছিল তা পুলিশ, রেল পুলিশ, সিআইডি পৃথক পৃথকভাবে তদন্ত করুক এবং তদন্তের কাজ দ্রুত শেষ করে সংশ্লিষ্ট সকলের আইন অনুযায়ী বিচার করতে হবে। পুলিশ যাতে কোনোভাবেই বিষয়টিকে ধামাচাপা দিতে না পারে বা অন্য দিকে মোড় ঘোরাতে না পারে তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে। শোনা যাচ্ছে পুলিশ না কি ইতিমধ্যেই বলতে শুরু করেছে দুষ্কৃতীদের কাছে যা পাওয়া গেছে তা বোমা নয়।'
0 Comments