এএমইউ-এর মুর্শিদাবাদ ক্যাম্পাসের উন্নয়নের আর্জি জানিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে তৃণমূল সাংসদরা

বেঙ্গল মিরর ডেস্ক: স্বাধীনতার পর ধীরে ধীরে মুসলিম সমাজের আর্থসামাজিক অবস্থার ক্রমবাণতি হয়েছে। এর পেছনে সামাজিক ও নানান রাজনৈতিক কারণ অন্তর্নিহিত আছে। আর সেই সমস্যাগুলো ভীষণ যে প্রকট তা পরিস্ফুটি হয় সাচার কমিটির রিপোর্টে। বিচারপতি রাজেন্দ্র সাচারের করা রিপোর্ট এবং সুপারিশকে কেন্দ্র করে তৎকালীন কংগ্রেস সরকার একাধিক পরিকল্পনা গ্রহণ করে। তার মধ্যে একটি ছিল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের শাখা প্রতিষ্ঠা করা। আর তারই অংশ হিসেবে মুর্শিদাবাদে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির একটি শাখা তৈরি হয়। বামফ্রন্ট সরকার জমির ব্যবস্থা করেছিল। সেই শাখা নামে চালু হলেও শাখা হিসেবে আজও পরিপূর্ণতা পায়নি। স্বাভাবিকভাবে জেলা তথা রাজ্যের পিছিয়ে পড়া জনজাতির মানুষজন বঞ্চিত হচ্ছেন এ কথা বলা বাহুল্য। এবার আলিগড়ের মুর্শিদাবাদ শাখার মান উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে তদবির করল তৃণমূল কংগ্রেস। 


মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের পাঁচজন সাংসদ এ নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান। কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনা হয় তাদের। তারপর দাবিপত্র তুলে দেওয়া হয় উপাচার্যের কাছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও ডেপুটেশন প্রসঙ্গে সাংসদ অধ্যাপক সামিরুল ইসলাম জানান, মুর্শিদাবাদে আলিগড় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের  উন্নয়নের বিষয়ে আজ আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ভিসির সঙ্গে আমরা সাংসদরা বৈঠক করলাম। বৈঠকে আমার সঙ্গে ছিলেন খলিলুর রহমান সাহেব,  আবু তাহের সাহেব, অসিত মাল মহাশয় ও  মিতালি বাগ । খুবই আন্তরিক পরিবেশে গঠনমূলক আলোচনা হয়েছে। 

Post a Comment

0 Comments