বেঙ্গল মিরর ডেস্ক: ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের (আইএনটিইউসি) সহযোগী সংস্থা অল ইন্ডিয়া ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এমপ্লয়িজ ফেডারেশন (এআইএনএলআইইএফ)-এর অখিল ভারতীয় ত্রিবার্ষিক সাধারণ সম্মেলন হয় শনিবার। কলকাতার মিডলটন চেম্বারের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে দেশজুড়ে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ছিলেন সাংসদ এম কে রাঘবন, পশ্চিমবঙ্গ রাজ্য আইএনটিইউসির সভাপতি কামারুজ্জামান কামার, এআইসিসি-র মুখপাত্র মিতা চক্রবর্তী, এআইএনএলআইইএফ (আইএনটিইউসি)-এর সাধারণ সম্পাদক ভি. নারসিংহন, পূর্বাঞ্চল সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী এবং অল ইন্ডিয়া ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স অফিসার্স কংগ্রেস (আইএনটিইউসি)-এর সাধারণ সম্পাদক টি. রামচন্দ্রন।
এই সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হল যখন ভারতের জীবন বীমা কর্পোরেশন বা এলআইসি বেসরকারীকরণের হুমকির মুখে রয়েছে। প্রতিনিধিসভায় কর্মচারী এবং পলিসি-গ্রাহকদের উদ্বেগজনক বিষয়গুলোর উপর আলোচনা হয়। দাবি করা হয়, নতুন শ্রম আইন প্রত্যাহার করতে হবে। সি-১৯০-এর ভারতের সরকারের দ্বারা অনুমোদন। প্রতি পাঁচ বছরে পেনশন পুনর্বিবেচনা।২০১০-এর পরে নিয়োগপ্রাপ্তদের জন্য পুরোনো পেনশন প্রকল্প চালু করা, বীমা খাতে আর কোনো এফডিআই বৃদ্ধি না করা ও তৃতীয় এবং চতুর্থ শ্রেণির পদে নিয়োগ কর্মী নিয়োগের দাবি করা হয়।
0 Comments