বেঙ্গল মিরর ডেস্ক: পরীক্ষার পর উত্তরপত্রের একাংশ হারিয়ে ফেলেছিল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এবার হাইকোর্টের দ্বারস্থ হতেই মিলল সুরাহা। ক্যানসার আক্রান্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর অঙ্কে প্রাপ্ত নম্বর দ্বিগুণ করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশে পরীক্ষার দু’বছর পরে অঙ্কে লেটার পেলেন ওই পরীক্ষার্থী।
জানা গিয়েছে, বর্ষণ চক্রবর্তী নামে কৃষ্ণনগরের এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সমস্যা হয়। সে ২০১৬ সাল থেকে তিনি ক্যানসারে আক্রান্ত। ২০২২ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পরে অঙ্কের নম্বর দেখে খটকা লেগেছিল বর্ষণের। লিখিত পরীক্ষায় ৮০ নম্বরে ৩৫ পেয়েছিল। অঙ্কের খাতা রিভিউ করতে দিয়েছিল বর্ষণ চক্রবর্তী। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ তাকে খাতার ফোটোকপি দেখায়। সে সময় বর্ষণ লক্ষ্য করে পরীক্ষার সময়ে যে অতিরিক্ত পাতা নিয়েছিল তা নেই।
File Picture |
0 Comments