বেঙ্গল মিরর ডেস্ক: আন্তর্জাতিক মানবাধিকার দিবসে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস কাউন্সিল কলকাতা প্রেসক্লাবে একটি আলোচনাচক্রের আয়োজন করে। সেই সম্মেলনে সংগঠনের উইমেন সেলের চেয়ারপার্সন মিতা চক্রবর্তী বলেন, আমরা মানবাধিকারের জন্য কাজ করে যাচ্ছি। ভারত হোক বা বাংলাদেশ, আমরা সংখ্যালঘুদের পাশে আছি। সংখ্যালঘুদের ওপর নিপীড়ন ও হামলা বন্ধ করতে হবে। তিনি ভারত সরকারের কাছে বাংলাদেশের উপর চাপ সৃষ্টির অনুরোধ করেন, যাতে সেখানে সংখ্যালঘুরা শান্তিতে বসবাস করতে পারেন। তিনি ভারতে সংখ্যালঘুদের টার্গেট করার বিষয়েও তিনি কথা বলেন। তাঁর কথায়, হিন্দু সম্প্রদায় সংখ্যালঘুদের জন্য আওয়াজ তুলছে।
Photo by source |
সংগঠনের প্রধান প্যাট্রন রোহন মিত্র আন্তর্জাতিক মানবাধিকার দিবসের ইতিহাস নিয়ে কথা বলেন। অন্য প্রসঙ্গে তিনি বলেন, আমাদের প্রত্যেকের জানা উচিত আমাদের অধিকার কি। আমাদের ভবিষ্যৎ কি? এই পৃথিবীতে সবার সমান অধিকার আছে। ভুলকে ভুল বলতেই হবে। সবাই একতাবদ্ধ হয়ে থাকার কথা বলেন জিতেন্দ্র পাল সিং। অন্যদিকে জাতীয় উপদেষ্টা সম্পাদক বিশপ অলোক মুখার্জিও বলেন, সবাইকে একসঙ্গে থাকতে হবে। সব জায়গাতেই সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধ করতে হবে। এছাড়াও বক্তব্য রাখেন অল ইন্ডিয়া হিউম্যান রাইটস কাউন্সিলের সভাপতি সৈয়দ আতিফ শাহ।
0 Comments