বেঙ্গল মিরর ডেস্ক: একটার পর একটা মসজিদকে মন্দির দাবি করছে হিন্দু পক্ষ। এ নিয়ে বেশ কিছু জায়গায় গন্ডগোল হয়েছে। এরই মধ্যে বড় সিদ্ধান্ত নিল দেশের সুপ্রিম কোর্ট। সমস্ত ধর্মীয় স্থানে সমীক্ষা চালানো আপাতত স্থগিত থাকবে। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে আদালত।উপাসনাস্থল আইনের বেশ কিছু ধারাকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে পিটিশন দায়ের হয়েছে। সেই মামলার শুনানি চলছে। তাতেই আপাতত সমীক্ষা বন্ধ করল আদালত।
Image Credit Opindia |
জানা গিয়েছে, আদালতে মামলাকারীদের মধ্যে অন্যতম বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। সেই আবেদনের শুনানি শুরু করেই এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। জ্ঞানবাপী, শাহি ইদগাহ-সহ একাধিক মসজিদে আদালতের নির্দেশে চলছে সমীক্ষা। গত মাসে সম্ভলের একটি মসজিদে সমীক্ষা চলাকালীন ধুন্ধুমার বেধে গিয়ে মুসলিম যুবকের প্রাণ যায়। পুলিশের গুলিতে মৃত্যু হয় বলে খবর। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ১৯৯১ সালের উপাসনাস্থল আইন বদলের আবেদন নিয়ে শুনানি শুরু হয়। প্রধান বিচারপতি সঞ্জীব খন্না, বিচারপতি পিভি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে এই আবেদনের শুনানি চলবে। শীর্ষ আদালতের বেঞ্চ জানিয়ে দিয়েছে, দেশের সমস্ত ধর্মীয় স্থানে সমীক্ষা আপাতত বন্ধ রাখতে হবে। উপাসনাস্থলে সমীক্ষা নিয়ে কোনও আদালত কোনও নির্দেশ দিতে পারবে না। সমীক্ষা চেয়ে নতুন করে কোনও মামলা দায়ের হলেও তার শুনানি হবে না কোনও আদালতে। আপাতত চার সপ্তাহের জন্য এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের তরফে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বলবৎ থাকবে এই নির্দেশ।
0 Comments