স্থায়ী ভিসি পেল আলিয়া, প্রফেসর রফিকুল ইসলামের নিয়োগী খুশি পড়ুয়া–গবেষকরা

বেঙ্গল মিরর ডেস্ক: প্রতীক্ষার অবসান। দীর্ঘদিন স্থায়ী উপাচার্য অর্থাৎ ভাইস চ্যান্সেলরের পদ খালি থাকলেও অবশেষে স্থায়ী ভাইস চ্যান্সেলর পাচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয়। রাজ্যের মাদ্রাসা শিক্ষা ও সংখ্যালঘু বিষয়ক দফতরের অধীনে এই বিশ্ববিদ্যালয় বহুদিন কোনও স্থায়ী ভাইস চ্যান্সেলর ছিল না। অস্থায়ীভাবে বেশ কয়েকজন কাজ সামলেছেন। অবশেষে বিশিষ্ট অধ্যাপক প্রফেসর রফিকুল ইসলামকে ভিসি হিসেবে নিয়োগ করা হয়েছে। 


জানা গিয়েছে, তিনি বর্তমানে মালেশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অধ্যাপক। তার আন্তর্জাতিক নানান কেতাব রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল এই প্রাক্তনী আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিযুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের পরিচালনার কাজ ও মানোন্নয়ন আরও সুন্দর হবে। এই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। 

Post a Comment

0 Comments