বেঙ্গল মিরর ডেস্ক: সিপিআই(এম) হুগলি জেলা কমিটির উদ্যোগে প্রয়াত কমরেড সীতারাম ইয়েচুরি ও কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভা অনুষ্ঠিত হয় শুক্রবার শ্রীরামপুর আরএমএস মাঠে।সভা শুরুর আগে কমরেড সীতারাম ইয়েচুরি ও কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যর প্রকৃতিতে মাল্যদান করেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মুহাম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য, জেলা সম্পাদক দেবব্রত ঘোষ, মনোদীপ ঘোষ সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ। সংবাদমাধ্যমের প্রশ্নে বাংলাদেশ প্রসঙ্গে মুহাম্মদ সেলিম বলেন, সিপিআই(এম) পলিট ব্যুরো বাংলাদেশ প্রসঙ্গে ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে। সেদেশের সংখ্যালঘু মানুষের নিরাপত্তা ও তাঁদের ধর্মস্থান রক্ষার আহ্বান জানিয়ে লাল ঝান্ডা মিছিল করছে। লাল ঝান্ডা ঐক্যের জন্য মিছিল করে। অন্য কোনও কোনও শক্তি মিছিল করে বিভাজনের উস্কানি দেয়।
File Picture
সেলিম
বলেন,
ধর্মের
সাথে
যেন
রাজনীতিকে
মিশিয়ে
দেওয়া
না হয়। উত্তরপ্রদেশের সম্ভলে যা হয়েছে তা যেন বাংলায় না হয়। আর বাংলাদেশে
যা হয়েছে
তা যেন
আফগানিস্তান,
পাকিস্তান,
ভারতে
না হয় তা আমরা
চাই। ধর্মের সঙ্গে রাজনীতি মেশালে কী ক্ষতি হয় সেটা বাংলাদেশে দেখা যাচ্ছে। সেখানকার
সংখ্যালঘু
মানুষের
উপর
অত্যাচার
হচ্ছে,
তার
প্রতিবাদ
আমরা
করছি,
বামপন্থীরাও
করছেন। সেলিম বলেন, বাংলাদেশে আইনের শাসন থাকুক, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক হোক বাংলাদেশ।
0 Comments