কোর্স শেষ হওয়ার বের করার চক্রান্ত, ওয়াকফ বোর্ড ঘেরাও করল বু-আলির হস্টেলের আবাসিকরা

বেঙ্গল মিরর ডেস্ক: পশ্চিমবঙ্গ সরকারের ওয়াকফ বোর্ডের অধীনে শিয়ালদা স্টেশন সংলগ্ন এক নম্বর কাইজার স্ট্রিটে বু-আলি হস্টেল নামে একটি রয়েছে। দীর্ঘদিন ধরে হস্টেল কর্তৃপক্ষ এমনকি, ওয়াকফ বোর্ডের এক অফিসার পড়ুয়াদের উপর নানান নির্যাতন চালাচ্ছেন বলে অভিযোগ। শুধু তাই নয়, পড়ুয়াদের অভিযোগ এক প্রকার থ্রেট কালচার চালানো হচ্ছে। এরই মধ্যে সম্প্রতি ১০-১৫ জন ছাত্র যাদের কোর্স এখনও শেষ হয়নি তাদের হস্টেল থেকে বের করে দেওয়ার তোড়জোড় শুরু হয়। জানা গিয়েছে, বেশকিছু পড়ুয়ার নামের তালিকা প্রকাশ করেছে হস্টেল কর্তৃপক্ষ। তাদের অবিলম্বে হস্টেল ছাড়তে হবে বলেও হুমকি দিচ্ছে কর্তৃপক্ষ। 



সোমবার বু-আলি হস্টেলের পড়ুয়াদের একাংশ ওয়াকফ বোর্ড ঘেরাও করে বিক্ষোভ দেখায়। হস্টেলের আবাসিকরা জানান, আজকে আমরা প্রায় ৬০ থেকে ৭০ জনের মতো বোর্ডে গিয়েছিলাম। আমাদের উপর দুই থেকে তিন বছর থেকে থ্রেট কালচার চালাচ্ছন এসিও এস এন আলী। কিছুদিন আগে আমাদের ১০ থেকে ১৫ জনের লিস্ট বেরিয়েছে যাদের হস্টেল থেকে বের হতে বলেছে। কিন্তু তাদের এখনও কোর্স কমপ্লিট হয়নি। গত শুক্রবার এক আলোচনা হয় কিন্ত থ্রেট করা হয়েছে। পড়ুয়াদের বক্তব্য তাদের বলা হয়েছে, 'তোরা না বেরোলে তোদেরকে গাঁজা কেসে ফাঁসানো হবে। তোদের প্রিন্সিপালকে বলে রেজিস্ট্রেশন ক্যানসেল করে দেব। তোরা কোথায় থাকবি তোদের ব্যাপার। তোরা ফুটপাথে থাকবি।' সোমবার ইতিবাচক আলোচনা হয়েছে বলে খবর।

জানা গিয়েছে, সোমবার পুরো বিষয়টি নিয়ে পড়ুয়াদের সঙ্গে ওয়াকফ বোর্ডের আলোচনা হয়। পড়ুয়াদের অধিকাংশ দাবি মানা হয়েছে। সবকিছু আলোচনার মাধ্যমে সমাধান হবে বলেও আশ্বাস মিলেছে। 

Post a Comment

0 Comments