বেঙ্গল মিরর ডেস্ক: রবিবার সকালে একঅনুষ্ঠানের মাধ্যমে ৭৩তম ইন্ডিয়ান ফাউন্ড্রি কংগ্রেস ও ইন্টারন্যাশনাল ফাউন্ড্রি এক্সিবিশন ২০২৫ সফলভাবে উদ্বোধন হয়। এই মহতী অনুষ্ঠানে শিল্পপ্রধান, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন, যেখানে ফাউন্ড্রি খাতের ভবিষ্যৎ উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। ৯ই থেকে ১১ই ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে এই তিন দিনের অনুষ্ঠান, যা শিল্পের অগ্রগতি ও নেটওয়ার্কিংয়ের এক গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করবে।
![]() |
Photo by source |
অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারত ফোর্জ-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর, বাবা কল্যাণী। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ এবং নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের মাননীয় মন্ত্রী, ড. শশী পাঁজা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি ফাউন্ড্রি খাতের শিল্পোন্নয়ন ও অর্থনৈতিক বৃদ্ধিতে ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন।
ইনস্টিটিউট অব ইন্ডিয়ান ফাউন্ড্রিম্যান-এর উদ্যোগে আয়োজিত এই তিন দিনের কংগ্রেসটি জ্ঞান বিনিময়, নেটওয়ার্কিং এবং ফাউন্ড্রি শিল্পের নতুন উদ্ভাবন অন্বেষণের এক গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে পরিগণিত হচ্ছে। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন নবনীত আগরওয়াল (সভাপতি, IIF, ২০২৪-২৫), রবি সেহগল (সাবেক সভাপতি, IIF) এবং বিজয় বেরিওয়াল (সাবেক সভাপতি, IIF), যাঁরা শিল্পের অগ্রগতি, টেকসই উদ্যোগ এবং নতুন সম্ভাবনার ওপর আলোকপাত করেন।
মাননীয় মন্ত্রী, ড. শশী পাঁজা বলেন,৭৩তম ইন্ডিয়ান ফাউন্ড্রি কংগ্রেস ও আইফেক্স ২০২৫-এর অংশ হতে পেরে আমি অত্যন্ত গর্বিত। এই অনুষ্ঠান ফাউন্ড্রি খাতের শক্তি ও স্থিতিশীলতার প্রতিচ্ছবি, যা ভারতের শিল্পোন্নয়নের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। কলকাতায় এই কংগ্রেস আয়োজন করতে পেরে আমরা গর্বিত, যা পশ্চিমবঙ্গের ব্যবসা ও উদ্ভাবনকে উৎসাহিত করার প্রতিশ্রুতি দৃঢ় করে। সরকার শিল্পের উন্নয়নে কৌশলগত পদক্ষেপ নিচ্ছে, যার মধ্যে ‘ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটি’-র মতো নতুন উদ্যোগ রয়েছে, যা ব্যবসার পরিবেশকে আরও সহজ করবে। এশিয়ার অন্যতম বৃহৎ কয়লা ব্লক দেওচা পাঁচামি-তে খননকাজ শুরু হওয়া শিল্প সম্প্রসারণের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পশ্চিমবঙ্গের ফাউন্ড্রি ও ফোরজিং শিল্পের সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে এবং ভবিষ্যতে বিনিয়োগ ও সহযোগিতার মাধ্যমে শিল্পকে আরও উচ্চস্থানে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। এই অগ্রযাত্রায় আমরা সর্বদা আপনাদের পাশে আছি।
0 Comments