ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ এসডিপিআই-এর

বেঙ্গল মিরর ডেস্ক: নয়া ওয়াকফ বিলের বিরোধিতায় পথে নামল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া বা এসডিপিআই। এ নিয়ে এক সংবাদ বার্তায় সংগঠনের তরফে বলা হয়েছে, গত এক দশক ধরে সংখ্যালঘু, দলিত, উপজাতি এবং বিশেষত মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে একটি বিভাজনমূলক পরিবেশ সৃষ্টি করা হয়েছে। বিজেপি শাসিত কেন্দ্র ও রাজ্য সরকারগুলির নীতি সুস্পষ্টভাবে বৈষম্যমূলক। মুসলমানদের দ্বিতীয় শ্রেণির নাগরিক বানানোর প্রচেষ্টা এবং ধর্মীয় বিদ্বেষের পরিবেশ তৈরি করে গণপিটুনি ও সম্পত্তি ধ্বংসকে বৈধতা দেওয়া হচ্ছে।

চলছে বিক্ষোভ

এই পরিস্থিতিতে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, বিহার, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গসহ একাধিক রাজ্যে প্রতিবাদ হয়। একইভাবে পশ্চিমবঙ্গের কলকাতার তাঁতিবাগান, নদিয়ার নাকাশিপাড়া, বীরভূমের লোহাপুর, মুর্শিদাবাদের রানীনগর, হরিহরপাড়া, ডোমকল, লালগোলা, সাগরদিঘী, রঘুনাথগঞ্জ, সামসেরগঞ্জ এবং সুতিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। নেতা কর্মীরা ওয়াকফ বিলের প্রতীকী কপি পুড়িয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন। একইসঙ্গে মোদি ও অমিত শাহর কুশপুতুলও দাহ করা হয়।

রাজ্য সাংগঠনিক সাধারণ সম্পাদক সুমন মন্ডল  রানীনগরে উপস্থিত হয়ে বলেন, “ওয়াকফ সংশোধনী বিল মুসলিমদের অধিকার হরণ এবং সম্পত্তি ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র। আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং বিলটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাই।” অন্যদিকে রাজ্য সম্পাদক মাসুদুল ইসলাম  হরিহরপাড়ার বিক্ষোভে বলেন, “এই বিল গণতন্ত্রের বিরোধী। সংখ্যালঘুদের বিরুদ্ধে সরকারের এই ষড়যন্ত্র কখনো সফল হবে না। প্রতিবাদ আরও জোরদার হবে।”

Post a Comment

0 Comments