হজ হাউসে অবাধে মদ্যপান? নামায ও অযুর জায়গা নোংরা করার অভিযোগ

বেঙ্গল মিরর ডেস্ক: হজ যাত্রীদের নথিপত্রের যাচাই, সউদি আরবের উদ্দেশ্য যাওয়ার প্রস্তুতি ইত্যাদি কাজ হয় হজ হাউসে। এবার অভিযোগ উঠল সেই হজ হাউসেই চলছে দেদার মদ্যপান, তাও আবার খোদ পুলিশ কর্মীরা করছেন এমন কাজ। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে প্রশাসন।

রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীন অন্যতম একটি সংস্থা হল হজ কমিটি। এই হজ কমিটির অধীনে নিউটাউনে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পাশেই রয়েছে মদিনাতুল হুজ্জাজ নামে হজ হাউস। এই অফিস থেকে হজের আবেদন  ঝাড়াই-বাছাই পর্ব হবু হাজীদের সৌদি আরবে যাওয়া ইত্যাদির কাজকর্ম হয়ে থাকে। হজ ধর্মীয় বিষয় স্বাভাবিকভাবে এই হজ হাউসের পবিত্রতার বিষয় এর সঙ্গে জড়িয়ে আছে।

কিন্তু অভিযোগ উঠছে গত ২৭ তারিখ থেকে কলকাতা বইমেলার উদ্দেশ্যে যে সমস্ত পুলিশ প্রশাসনের কর্মীরা এই হজ হাউসে থাকছেন, দিনে দুপুরে সবসময় এই পুলিশকর্মীরা হজ হাউসের মধ্যে মদ্যপান করছেন। অযুখানায় প্রস্রাব করা, বিড়ি সিগারেট খাওয়া এবং মধ্যপানের মত ঘটনা ঘটছে বলে অভিযোগ। 

এ নিয়ে জানতে চাওয়া হলে রাজ্য হজ কমিটির সিইও মুহাম্মদ নকী বলেন, আমরা বিষয়টি জানতে পেরেছি। পুলিশ প্রশাসনের কর্তাদের কাছে জানিয়েছি। বিধাননগর পুলিশের ডিসি অফিস থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। 

Post a Comment

0 Comments