পদপিষ্টের পর কেটেছে দুইমাস, ক্ষতিপূরণের ২৫ লাখ টাকা না মেলার অভিযোগ বহু পরিবারের

বেঙ্গল মিরর ডেস্ক: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছিল। সেখানকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার মৃতদের পরিবারের জন্য ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিল। কিন্তু অভিযোগ, ঘটনার ২ মাস কেটে গেলেও বহু পরিবার এই টাকা পাননি। কবে পাবেন, সেই খবরটুকুও নেই কারও কাছে। স্বাভাবিকভাবেই মৃতদের পরিবারের  মধ্যে  ক্ষোভ বাড়ছে ।

প্রতীকী ছবি 

কুম্ভমেলায় মৃত্যুর ঘটনায় প্রবল সমালোচনার মুখে পড়ে সরকার। ভিনরাজ্যের একাধিক পুণ্যার্থীর মৃত্যু হয়েছিল এই ঘটনায়। তাঁদের পরিবারেরও অভিযোগ ছিল, ন্যূনতম নথিও দিতে পারেনি যোগী সরকার। চিরকুট লিখে দেহ পাঠানো হয়েছে বলেও অভিযোগ ওঠে। এবার ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাওয়ার দাবিতে শোরগোল। যে ৩০ জনের মৃত্যু হয়েছে, তাদের পরিবারের অধিকাংশের দাবি, তাঁরা বারবার বলা সত্ত্বেও ক্ষতিপূরণের টাকা পাননি। এ দিকে কিছু পরিবার জানিয়েছে, তাঁরা শুধুমাত্র ৫ লক্ষ টাকা পেয়েছেন। বাকি টাকা কবে পাবেন, আদৌ পাবেন কিনা, তা জানানো হয়নি তাঁদের। 

প্রসঙ্গত, আদতে পদপিষ্টের ঘটনায় কতজনের মৃত্যু হয়েছে তা নিয়ে ধন্দ রয়েছে।বেসরকারি তথ্য অনুযায়ী ৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। বর্তমানে যা পরিস্থিতি তাতে যোগী সরকারের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠেছে। কারণ এখনও মৃতদের একটি তালিকা প্রকাশ করতেই পারেনি সরকার। গত ২৯ জানুয়ারি প্রয়াগরাজে মহাকুম্ভের মৌনী অমাবস্যা স্নানের দিনে সঙ্গম ঘাটে পদপিষ্ট হয়ে বহু মানুষ মারা যান।

Post a Comment

0 Comments