মোথাবাড়ি: রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট

বেঙ্গল মিরর ডেস্ক: ক'দিন আগে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে উত্তপ্ত হয়ে ওঠে মালদার মোথাবাড়ি। পুলিশ অবশ্য দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুরু করেছে। এরই মধ্যে সেই ঘটনায় মালদার জেলাশাসক ও পুলিশ সুপারের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে আগামী বৃহস্পতিবার এই রিপোর্ট দিতে হবে।

File Photo

জানা গিয়েছে, বিজেপি নেতা আইনজীবী কৌস্তভ বাগচী কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। আবেদন জানান, ওই এলাকায় শান্তি বজায় রাখতে প্রয়োজনে কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী মোয়াতেন করা হোক। বিজেপির পক্ষ থেকে হিন্দুদের উপর আক্রমণ চালানোর অভিযোগ করা হয়। যদিও স্থানীয়রা বলছেন, মুসলিমদের উত্তপ্ত করার পরেই সমস্যা তৈরি হয়। বিজেপি রাজনৈতিক ফায়দার জন্যে এটা করছে বলেও দাবি করছেন মানুষজন।

সূত্রের খবর, এলাকায় যে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তা এখন পুরোপুরি নিয়ন্ত্রণে । তবে ঘটনাটি ঠিক কী, কীভাবে তা হয়েছিল, পুলিশ-প্রশাসন কী কী ব্যবস্থা নিয়েছে, তা জানতে চায় আদালত ৷ সেই কারণেই রিপোর্ট তলব করা হয়েছে মালদার জেলাশাসক ও জেলার পুলিশ সুপারের ৷

প্রসঙ্গত, মালদার মোথাবাড়িতে দু’দিন আগে একটি মিছিল হয় ৷ সেই মিছিলে ডিজে বাজিয়ে একটি সম্প্রদায়কে উত্তপ্ত করার অভিযোগ ওঠে। বৃহস্পতিবার এলাকায় ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনাও ঘটে বলে অভিযোগ। পুলিশ বিবৃতি দিয়ে জানিয়েছে, উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও অভিযান চালানো হচ্ছে। সংবেদনশীল এলাকাগুলিতে মোট ২৫টি পুলিশ পিকেট স্থাপন করা হয়েছে, যাতে আইনশৃঙ্খলা বজায় থাকে। ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও খবর।

Post a Comment

0 Comments