বন্ধ রুটে ট্রাম চালানোর দাবিতে মিছিল

সনাতন দাস

বন্ধ রুটে ফের ট্রাম চালানোর দাবি উঠল রবিবার। এ দিন এক মিছিল হয়। সেখানেই ট্রামপ্রেমীরা নানান দাবিতে সরব হন। বালিগঞ্জ ট্রাম ডিপোর কাছে মিছিল হয়।

নিজস্ব ছবি

এ নিয়ে জানতে চাওয়া হলে ভারতীয় রেলের ইঞ্জিনিয়ার ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় এই মিছিলে অংশগ্রহণ করে বলেন, ছোট বয়স থেকে ট্রামে চড়েই যাতায়াত করতাম, এখনও সুযোগ পেলেই ট্রামেই উঠি। বালিগঞ্জের কাছে বাড়ি হওয়ার ফলে ট্রামে চড়তেই সুবিধা হয়, টালিগঞ্জ যেতে হলে ২৪/২৯ এই সুবিধা হতো কারণ কসবা/বালিগঞ্জ থেকে টালিগঞ্জে যেতে বাসের সংখ্যা অপ্রতুল, এসি বাসে ২৫ টাকা লাগে, অটো–রিকশা করে ব্রেক করে যেতে ৩০টাকা খরচ হয় যেখানে ট্রামে চড়ে যেতে মাত্র ৭টাকা লাগতো। অহেতুক ৮মাস ধরে এই গুরুত্বপূর্ণ রুটটি বন্ধ করে রেখে জনগণকে অসুবিধায় ফেলা হচ্ছে,পকেটে টান পড়ছে।পরিবহণ দফতরকে অনুরোধ করব অবিলম্বে ২৪/২৯ এবং কালিঘাট-বালিগঞ্জ এবং কালিঘাট-টালিগঞ্জ রুটে ট্রাম চলাচল শুরু করা হোক।

Post a Comment

0 Comments