ভিনদেশের ছবিকে মোথাবাড়ি বলে চালানো, বিজেপির চক্রান্ত ফাঁস করল পুলিশ

সন্দীপ পাল

বাংলার পরিস্থিতিকে অশান্ত করে তুলতে বিজেপির আইটি–সেল যথেষ্ট তৎপর। তারা বিভিন্ন ধর্ম–গোষ্ঠীর মধ্যে বিবাদ লাগিয়ে রাজনৈতিক ফায়দা লড়তে চাইছে। এমন অভিযোগ শাসকদল তৃণমূল সিপিএমের তরফে বারবার করা হয়েছে। শুধু তাই নয় বাম–কংগ্রেসও একই কথা বলেছে। এবার মোথাবাড়ির ঘটনা নিয়ে প্রকাশ্যে এলো বিজেপির সেই ষড়যন্ত্র। বাংলাদেশের গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যে সমস্ত ঘটনা হয়েছে, সেগুলোর ছবি ও ভিডিয়ো মোথাবাড়ির বলে প্রচার করছে বিজেপি। আর খোদ বিজেপির চক্রান্ত ফাঁস করল মালদা জেলা পুলিশ।

Photo post on social media by Police

শুক্রবার পুলিশের তরফের সোশ্যাল মিডিয়ায় একটি মেসেজ দেওয়া হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের ঘটনাকে কিভাবে মালদার বলে চালানো হচ্ছে। মোথাবাড়ির ঘটনায় পুলিশ যথেষ্ট সক্রিয় রয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ। আর তাই সোশ্যাল মিডিয়ার দিকে নজর রাখা হচ্ছে ।এরই মধ্যে বিজেপির মিথ্যা ভিডিয়ো এবং ছবি ধরা পড়েছে।

পুলিশের পোস্ট। যেখানে ধরা পড়েছে বিজেপির মিথ্যাচার।

জানা গিয়েছে, মালদার মোথাবাড়ির ঘটনা নিয়ে জেলাশাসক ও পুলিশ সুপারের রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ। আগামী বৃহস্পতিবার এই রিপোর্ট দিতে হবে বলে খবর। এলাকায় যে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তা এখন পুরোপুরি নিয়ন্ত্রণে । তবে ঘটনাটি ঠিক কী, কীভাবে তা হয়েছিল, পুলিশ-প্রশাসন কী কী ব্যবস্থা নিয়েছে, তা জানতে চায় আদালত ৷ সেই কারণেই রিপোর্ট তলব করা হয়েছে মালদার জেলাশাসক ও জেলার পুলিশ সুপারের৷


Post a Comment

0 Comments