ইফতার মজলিশে মোবাইল চুরি? ফেসবুকে যাদবপুরের ছাত্রী দেবাঙ্গনা ব্যানার্জির পোস্ট ভাইরাল!

আসিফ রেজা আনসারী

সোমবার ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের আয়োজনে বিশেষ ইফতার মজলিশ। একইসঙ্গে এ বিষয়ে একটি সেমিনারও হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারে। ইফতার মজলিশকে কেন্দ্র করে যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটার চেহারা নিয়েছে একটি উৎসবের। বিভিন্ন জাতি-ধর্মের মানুষের সম্মিলিত ইফতারের মধ্যেই ভেসে এলো একটি বিষাদের সংবাদ। মোবাইল খোয়া গিয়েছে। যার মোবাইল মিসিং তিনিও মাইক হাতে নিয়ে আবেদন রাখলেন- কেউ পেয়ে থাকলে যেন ফিরিয়ে দেয়। কিছুতেই সাড়া পাওয়া যাচ্ছে না। কয়েকজন তাকে নিয়ে গেছেন থানায়। এমন মুহূর্তে ঘটলো মিরাকল। হঠাৎ খবর এলো মোবাইল পাওয়া গিয়েছে। তখন খুশিতে ডগমগ সেই ছাত্রী। মোবাইলে হারানো থেকে ফিরে পাওয়া সবটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেছেন তিনি। যাদবপুরের ছাত্রী দেবাঙ্গনা ব্যানার্জির ফেসবুক পোস্ট এখন ভাইরাল।

ছবিতে দেবাঙ্গনা 

তিনি লিখেছেন, "ইফতার পার্টি। যাদবপুর বিশ্ববিদ্যালয়। একার নয় সবার ইফতার। আজ রোযা রেখে গোসল করে যখন ইফতারি করব বলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা দিলাম OAT র গেটে ভর্তি মানুষ। ভিড়ে পড়ে গেলাম নিজে আর আমার হাতে থাকা ফোন-টাও। তারপর নিজেকে একটু সামলে নিয়ে দেখলাম সামনে আর ফোন নেই। কত খুঁজে খুঁজে হেঁটে দৌড়ে এক হয়ে গেলাম। আমাদের ইফতারি থেকে নামায শেষ করে ভাইরা একে একে মাইকে অ্যানাউন্স করতে লাগল। স্টেজে উঠে আমি ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছি। দেখে সব ভাইয়েরা আমায় বসিয়ে জল খেজুর খাইয়ে রোযা ভাঙালেন। বললেন বোন চলুন আমরা সবাই মিলে থানায় যাই। হারানো ফোনের জন্য GD করি। যাদবপুর থানায় এফআইয়ার করব বলে প্রহর গুনছি। ওদিকে গোটা OAT ফাঁকা হয়ে যাচ্ছে। তারপরই আল্লাহর অশেষ দোয়ায় আর প্রতিটা ইফতার অর্গানাইজেশনের ভাইদের প্রথম মুহূর্ত থেকে আমার সাথে অসীম কো-অপারেশনে আমি থানায় বসে খবর পেলুম ফোন পাওয়া গেছে। সবাই মিলে আমায় খুঁজে দিলেন। আমরা মানুষকে আগে অবিশ্বাস করি বা সন্দেহ করি বা নিরাশ হয়ে থাকি। তাই আজ আমার ফোন হারানোর রূপকে অল্লাহ বুঝিয়েদিলেন তার দোয়া আর মানুষের প্রতি ভালবাসা আমাদের আজীবন বাঁচিয়ে রাখবেন। আমার সকল ভাই বোনদের প্রতি অসীম কৃতজ্ঞতা ও ভালবাসা। ইনশাআল্লাহ। পবিত্র রমযানের শুভেচ্ছা!  🤲🤲❤️"

প্রসঙ্গত, এ দিনের ইফতার মজলিশকে কেন্দ্র করে প্রথমে একটি সেমিনার হয়। তারপর ওপেন এয়ার থিয়েটারেই সম্মিলিত ইফতার করেন আগত অতিথি, পড়ুয়ারা। মুসলিম পড়ুয়াদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বী পড়ুয়া, শিক্ষক, অধ্যাপকদেরও উপস্থিতি ছিল নজরকাড়া।

Post a Comment

1 Comments