বেঙ্গল মিরর ডেস্ক: এক দিন আগে বিজেপি নেতা অর্জুন সিংহের অফিসের কাছে বোমা উদ্ধার হয়েছিল। এমনকি গুলিচালনার ঘটনাও হয়েছিল বলে খবর। এই ঘটনায় এবার খোদ অর্জুন সিংগকেই তলব করল পুলিশ। যা নিয়ে বিস্ফোরক বিজেপি নেতা।
![]() |
এ দিন নিজের ফেসবুকে অর্জুন সিং লিখেছেন, "পশ্চিমবঙ্গ পুলিশ তৃণমূলের দলদাস হিসেবে কাজ করছে, এটি তার আরেকটি উদাহরণ। গতরাতে আমার অফিস-কাম-বাসস্থান মজদুর ভবনের কাছে গুলি চালানো এবং বোমা নিক্ষেপের ঘটনায়, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনে থাকা জগদ্দল থানা আজ সকাল ১০ টায় তদন্তের জন্য থানায় উপস্থিত থাকার জন্য আমাকে নোটিশ পাঠিয়েছে। যদিও, গত রাতে আমি পুলিশকে গুলি চালানো এবং বোমা হামলার পিছনে থাকা গুন্ডাদের সনাক্ত করার জন্য সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে বলেছিলাম, কিন্তু চটি-চাটা পুলিশ আমাকে হাজির হতে বলেছে। এটা কি বিদ্রূপাত্মক নয়? আপনি সহজেই ঘটনাক্রম বুঝতে পারবেন।
১. মামলাটি ২৭.০৩.২০২৫ তারিখে নথিভুক্ত করা হয়েছে। ২. আজ ভোর ৪ টায় আমাকে নোটিশটি পাঠানো হয়েছে। ৩. আজ সকাল ১০ টায় থানায় উপস্থিত হতে বলা হয়েছে। যেখানে বোমা নিক্ষেপ করা হয়েছিল, সেই ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করা হয়েছিল, কিন্তু পুলিশ এই মামলায় বিস্ফোরক আইন অন্তর্ভুক্ত করেনি যাতে NIA_India জড়িত না হয়।
গত রাতে, পুলিশের উপস্থিতিতে তৃণমূল সমর্থিত গুন্ডারা বিজেপি সমর্থকদের মালিকানাধীন কিছু দোকানে হামলা চালায়। আমি আইনকে সম্মান করি কিন্তু তৃণমূল নেতা এবং পুলিশের নক্কারজনক যোগসাজশের কাছে নতি স্বীকার করতে প্রস্তুত নই।"
0 Comments