বেঙ্গল মিরর ডেস্ক: হোলি নিয়ে উত্তরপ্রদেশজুড়ে নানান খবর সামনে এসেছে। বিশেষ করে মসজিদকে ঘিরে দেওয়া হয়েছে, মুসলিমরা যাতে রাস্তায় না বেরোয় এমনও হুমকি দিয়েছে বেশ কিছু হিন্দুত্ববাদী সংগঠন। এর বাইরে গিয়ে চরম নৃশংসতার নজর তৈরি করল রাজস্থান। ‘বুরা না মানো, হোলি হ্যায়’! বলে চলমান জোরজুলুম চরম নৃশংস হয়ে উঠল। গায়ে রং দেওয়া নিয়ে আপত্তি জানাতেই এক যুবককে গলা টিপে খুন করল তিন যুবক।
![]() |
Representative Photo |
জানা গিয়েছে, রাজস্থানের দৌসা জেলায়এমন ঘটনা ঘটে। সামনেই চাকরির পরীক্ষা, তাই লাইব্রেরিতে মন দিয়ে পড়ছিল হংসরাজ(২৫)। হঠাৎ সেখানে হাজির হয় তিন যুবক। তারা জোর করে রং মাখাতে যায় ওই যুবককে। কিন্তু সে কোনওভাবেই রাজি ছিল না। অভিযুক্তরা জোরাজুরি করলে তীব্র আপত্তি জানানোয় অশোক, বাবলু ও কালুরাম নামক তিন অভিযুক্ত যুবক মিলে মারধর শুরু করে হংসরাজকে। মাটিতে ফেলে বেল্ট দিয়ে আঘাত, লাথি মারে তারা। শেষে গলা টিপে খুন করে ওই যুবককে।
এ দিকে, খুনের ঘটনা প্রকাশ্যে আসার পরই ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার ও গ্রামবাসী। মৃতদেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধ করা হয়। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারি, মৃতের পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজন সদস্যের সরকারি চাকরির দাবি করা হয়। জানা গিয়েছে, রাত ১টা পর্যন্ত অবরোধ চলে। শেষে পুলিশের আশ্বাসে গ্রামবাসীরা অবরোধ তুলে নেয়।
এ দিকে, এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু হয়েছে। অনেকে লিখছেন ওই যুবককে মুসলিম মনে করে খুন করা হয়েছে। যদিও পুলিশের তরফে এ বিষয়ে কোনও স্পষ্ট বিবৃতি পাওয়া যায়নি এ খবর লেখা পর্যন্ত বিষয়টি স্পষ্ট হয়নি। তবে আর যাই হোক ঘৃণা বিদ্বেষ এবং জোর জবরদস্তি যে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে সে কথা বলার অপেক্ষা রাখে না।
0 Comments