সৌরভ বিশ্বাস
দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল যে শিলিগুড়ি শহরে বাংলা ভাষা ক্রমশ কোনঠাসা হয়ে পড়ছে। প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ উঠছিল। এবার রীতিমতো পদক্ষেপ করল শিলিগুড়ি পুরনিগম। এ নিয়ে সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেখানে বাংলা ভাষায় যেকোনোও প্রতিষ্ঠানের নাম লেখা বাধ্যতামূলক করা হয়েছে।
সরকারি এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "সমস্তরকম পরিচয় লেখাফলক (সাইনবোর্ড) বাংলা ভাষায় লেখা বাধ্যতামূলক। এই মর্মে জনসাধারণ ও ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠানগুলিকে অবগত করা হচ্ছে যে, শিলিগুড়ি পুরনিগমের ২১.০২.২০২৫ তারিখের মেয়র পারিষদের সভায় গৃহীত এবং পরবর্তীতে ০৫.০৩.২০২৫ তারিখে বোর্ড অফ কাউন্সিলারের সভায় অনুমোদিত সিদ্ধান্ত অনুসারে সবরকম পরিচয় লেখাফলক (সাইনবোর্ড), বিজ্ঞপ্তিপট (হোর্ডিং) এবং চিহ্ন (সাইনএজ) অন্য যে কোনও ভাষার সঙ্গে প্রথমে বাংলা ভাষায় লেখা বাধ্যতামূলক।"
![]() |
আরও বলা হয়েছে, এই নির্দেশনামা সকল বেসরকারি মালিকাধীন প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যেমন দোকান, ব্যবসায়িক প্রতিষ্ঠান (কোম্পানী), বিপণন কেন্দ্র (শপিং মল), অফিস, রেস্তোরাঁ (রেস্টুরেন্ট), হোটেল, হাসপাতাল, রোগ নির্ণয় কেন্দ্র (ডায়াগনস্টিক সেন্টার)। এর কারণ সম্পর্কে বলা হয়েছে, সকল নগরবাসীদের কাছে বাংলাভাষাগত ঐতিহ্য বহাল রাখা এবং সকলের অন্তর্ভুক্তির জন্যই এই সিদ্ধান্ত। এইক্ষেত্রে সম্পর্কিত সকল প্রতিষ্ঠানকে এই নির্দেশ আগামী ১৪.০৪.২০২৫ থেকে বলবৎ করার জন্য অনুরোধ করা হচ্ছে। অন্যথায় যথাযথ আইনানুগ এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এক প্রতিক্রিয়ায় বাংলা পক্ষর গর্গ চ্যাটার্জি জানান, "শিলিগুড়িতে সব জায়গায় বাংলা ভাষায় নাম লেখার বিজ্ঞপ্তি প্রকাশ হল শিলিগুড়ি পুরসভায় বাংলা পক্ষর অগুনতি স্মারকলিপি জমা দেওয়ার পরে। বাংলা পক্ষ স্বাগত জানাচ্ছে। কিন্তু এবার মূল কাজ অর্থাৎ বাস্তবায়ন। বাংলা পক্ষ এবার শিলিগুড়ি শহরজুড়ে কোথায় কোথায় বাংলা লেখা নেই সেগুলি বার করে করে শিলিগুড়ি পৌরসভায় জমা করবে এবং সামাজিক মাধ্যমেও দেবে যাতে কিনা শিলিগুড়ির মানুষ সোচ্চার হয়ে দাবি আদায় করতে পারেন। জয় বাংলা"
0 Comments