ঈদের আগে লালগোলা রুটে চলবে বিশেষ ট্রেন, রেলের ঘোষণায় খুশি পরিযায়ী শ্রমিক সংগঠন

রেহানা খাতুন

ঈদ উৎসবকে কেন্দ্র করে বহু দূর-দূরান্ত থেকে পরিযায়ী শ্রমিকরা ঘরে ফেরেন। স্বাভাবিকভাবে শিয়ালদা থেকে বিভিন্ন রুটের ট্রেনে অত্যধিক ভিড় দেখা যায়। এই যাত্রীদের ভিড় সামাল দিতে বিশেষ ট্রেন চালানো দরকার। এমনই দাবি জানিয়েছিল পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ সহ একাধিক সংগঠন। এমনকি, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী শিয়ালদা ডিআরএম অফিসের ডেপুটেশন দেন। রেলের তরফ থেকে কোনও ইতিবাচক ঘোষণা তেমন ছিল না। তবে আসার আলো দেখা গেল বুধবার। এ দিন পূর্ব রেলে তরফে লালগোলা রুটে দুটি বিশেষ ট্রেনের কথা ঘোষণা করা হয়। রেলের এই ঘোষণায় স্বাভাবিকভাবে খুশি পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ। সোশ্যাল মিডিয়ায় তারা নিজেদের বক্তব্য তুলে ধরেছে।


জানা গিয়েছে, ঈদ উপলক্ষে আগামী ৩০ তারিখ অর্থাৎ রবিবার শিয়ালদহ থেকে একটি বিশেষ ট্রেন চালানো হবে লালগোলা পর্যন্ত। এই ট্রেনটি যাত্রাপথে দমদম, ব্যারাকপুর, নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর জংশন, বহরমপুর প্রভৃতি স্টেশনে দাঁড়াবে। ৩০ তারিখ রবিবার দিন এই ট্রেনটি শিয়ালদহ স্টেশন থেকে দুপুর ১১ঃ৫৫ মিনিটে ছাড়বে এবং তা ৪ঃ৫৫ মিনিটে লালগোলায় গিয়ে পৌঁছবে।

ঈদ উপলক্ষে এই রুটের ওপর ট্রেনটি এক তারিখ অর্থাৎ মঙ্গলবার লালগোলা থেকে দুপুর ২ঃ১৫ মিনিটে ছাড়বে। যাত্রাপথে বহরমপুর, রানাঘাট, কৃষ্ণনগর, নৈহাটি স্টেশন হয়ে সন্ধ্যা ৭ টা নাগাদ শিয়ালদহে পৌঁছাবে।

Post a Comment

0 Comments