ওয়াকফ বোর্ডের সিইও বদল, নেপথ্যে আহসান আলীর দুর্নীতি?

নাসিমা খাতুন 

কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল যে পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও পরিবর্তন করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় সেটাই ঘটল। সিইও পরিবর্তন নিয়ে রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম বিভাগ থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। সরকারি বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডের সিইও ডব্লুবিসিএস অফিসার আহসান আলীকে সরানোর কথা ঘোষণা করা হয়েছে।পৃথক বিজ্ঞপ্তিতে তাঁর স্থলাভিষিক্ত কে হচ্ছেন তাও উল্লেখ করা হয়েছে। জানা গিয়েছে, ওয়েস্ট বেঙ্গল স্মল ইন্ডাস্ট্রিজ ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের এস্টেট ম্যানেজার তথা ২০০৪ সালের ডব্লিউবিসিএস ব্যাচের অফিসার অর্ঘ্যপ্রসূন কাজী হচ্ছন ননতুন সিইও। রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, আহসান আলীকে পুর ও নগরোন্নয়ন দফতরে ট্রান্সফার করা হচ্ছে। ইনি এই দপ্তরের সিনিয়র ডেপুটি সেক্রেটারি হিসেবে জয়েন করবেন।

ইনসেটে সিইও আহসান আলী

একটি সূত্রে দাবি করা হয়েছে যে, বেনিয়াপুকুর এলাকার একটি ওয়াকফ প্রপার্টির উপর দখলদারিতে হাত রয়েছে আহসান আলীর। আর এ বিষয়ে নবান্নে অভিযোগ জানিয়েছিলেন বেশ কয়েকজন সমাজকর্মী এবং একটি সংগঠন। তাতেই নাকি নড়েচড়ে বসেছে প্রশাসন, এমনটাই খবর। যদিও এ বিষয়ে কেউই মুখ খুলতে চাননি।

Post a Comment

0 Comments