ওয়াকফ বিল: সন্দেহের নজরে তৃণমূলের ভূমিকা!

সৌরভ হালদার

আগেই ঘোষণা করা হয়েছিল যে বুধবার পার্লামেন্টে পেশ করা হবে ওয়াকফ সংশোধনী বিল। সেই মতো এ দিন দুপুরে লোকসভায় বিল পেশ করা হয়। পার্লামেন্টের উপস্থিতি আছেন বিজেপি দলের একাধিক শীর্ষ নেতৃত্ব। এ দিকে বিরোধীরা বিলের বিপক্ষে প্রতিবাদের সামিল হয়েছেন। অনেকে কালো জামা পরেছেন। আর দেশজুড়ে বিক্ষোভে সামিল হয়েছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া বা এসডিপিআই। অন্যান্য শহরের মতো কলকাতাতেও মিছিল করেছে তারা। 

প্রতীকী ছবি 

অন্যদিকে দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে জোরালো আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল' বোর্ড। বিল পাশ হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এখন দেখার জল কোন দিকে গড়াচ্ছে। সোশ্যাল মিডিয়া অনেকে প্রশ্ন তুলছেন অন্যান্য বিলের মতো এবারও তৃণমূল ভোটাভুটিতে অংশগ্রহণ করবে না এবং বিজেপিকে সুবিধা পাইয়ে দেবে। তৃণমূল বা এ জাতীয় দলগুলো বিজেপি বিরোধী অবস্থান নেবে নাকি ঘুর পথে বিজেপিকে সাহায্য করবে সেটাই দেখার। আর এ নিয়ে চলছে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা। রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের মধ্যে ব্যপক সন্দেহ তৈরি হয়েছে।

এক প্রশ্নের উত্তরে এসডিপিআই-এর নেতা হাকিকুলের বক্তব্য, তৃণমূল কংগ্রেস প্রত্যেকবারই বাইরে বিরোধিতার কথা বললেও পার্লামেন্টে কোনও ভূমিকা রাখছে না। তারা বিজেপির হাতে হাত ধরে কাজ করছে। এবার যদি এমনটা হয় তাহলে আগামী নির্বাচনে ভুগতে হবে। অন্যদিকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ফেসবুকে লেখেন, বিরোধী দলগুলোর প্রতি আহ্বান তীব্র প্রতিবাদ করে বিলের বিরুদ্ধে ভোট দেওয়ার। বিজেপি পরিচালিত কেন্দ্র সরকারের ওয়াকফ সংশোধনীর নামে ওয়াকাফ সম্পত্তি লুঠ মানব না।

Post a Comment

0 Comments