ওয়াকফ: অবরুদ্ধ পার্ক সার্কাস, বিক্ষোভ পুড়ল মোদির কুশপুত্তলিকা

জাহানারা খাতুন

ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে শুক্রবার উত্তাল হল গোটা দেশ। মুম্বাই, হায়দরাবাদ প্রভৃতি শহরের মতো কলকাতাতেও দেখা গেল জনসমুদ্র। সুবিশাল জনসমাবেশ থেকে আওয়াজ উঠলো অবিলম্বে ওয়াকফ সংশোধনী বিল বাতিল করতে হবে। সংবিধান নষ্টকারী এবং সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়া এই বিল কোনভাবেই মেনে নেবে না মুসলিম সমাজ। এ দিন শুধু মুসলিম নয়, বহু অমুসলিম সমাজকর্মী, সাধারণ মানুষ এই বিক্ষোভে অংশগ্রহণ করেন।

এ দিন জুম্মার নামাযের পর পার্ক সার্কাস সেভেন পয়েন্টের কাছে জমায়েত হয়। জয়েন্ট ফোরাম ফর ওয়াকফ প্রটেকশন নামে একটি সংগঠনের উদ্যোগে এই জমায়েত হয়। হাজার হাজার মানুষ সমবেত হন। পোস্টার স্লোগান ছিল চোখে পড়ার মতো। শুধু পুরুষরা নয়, মহিলাদের উপস্থিতিতে বিক্ষোভস্থল হয়ে ওঠে ভিন্ন রকম।

মহিলাদের অংশগ্রহণ

সমাবেশে বক্তব্য রাখেন ওয়াকফ বিল-বিরোধী আন্দোলনের মুখ সাদাব মাসুম, সমাজকর্মী ছোটন দাস, ইমতিয়াজ আহমেদ মোল্লা, আশরাফ কাসেমী, ইশতিয়াক আহমেদ রাজু, রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান, ভানু সরকার প্রমুখ। 

বারবার মুসলিমদের বন্ধু সেজে একটি সম্প্রদায়কে প্রতারিত করেছেন চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমার, এমনই অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ ও যোগী আদিত্যনাথ এর পাশাপাশি এবং নাইডু, নীতীশ কুমারের কুশপুত্তলিকাদাহ করেন আন্দোলনকারীরা।

ভিড়ের একাংশ

পার্ক সার্কাস সেভেন পয়েন্টে মন্ত্রী জাভেদ খান বলেন, মুসলমানদের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে আর তাই কোনও মন্ত্রী হিসেবে নন তিনি একজন সাধারণ মুসলিম হিসেবে এই আন্দোলনে শামিল হয়েছে। অন্যদিকে ছোটন দাসের বক্তব্য দেশের সংখ্যালঘুরা যদি নিরাপদে না থাকে তাহলে সেই দেশ উন্নত এবং মজবুত গণতন্ত্র আছে তা আমরা বিশ্বাস করি না। তাই সংখ্যাগুরু সম্প্রদায়ের হয়েও আমরা এই বিক্ষোভ সমাবেশে শামিল হয়েছি। তিনি দাবি করেন অবিলম্বে এই বাতিল করতে হবে। এই আন্দোলনের সবাই জাতপাত ভুলে শামিল হবে বলে আশা প্রকাশ করেন ভানু সরকার।


Post a Comment

0 Comments