গাজায় গণহত্যার প্রতিবাদ করায় নাট্যকর্মী জয়রাজ ভট্টাচার্য-সহ ১১ জনকে আটক কলকাতা পুলিশের!

জাহানারা খাতুন

ফিলিস্তিন এবং গাজা ভূখণ্ডে প্রতিদিন বোমা ফেলছে ইসরাইল। এই হত্যালীলা থেকে রেহাই পাচ্ছে না নারী, শিশু ও বৃদ্ধরা। এই ঘটনার প্রতিবাদে কলকাতায় মিছিলের আয়োজন করেছিল বেশ কয়েকজন সমাজকর্মী। কিন্তু সোমবার তাদের আটক করা হয়েছে বলে অভিযোগ। কলকাতা পুলিশ প্রতিবাদকারীদের আটক করেছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন এপিডিআর।

মিছিল শুরুর মূহুর্ত


এক প্রেস বিবৃতিতে সংগঠনের সাধারণ সম্পাদক রঞ্জিত শূর বলেছেন, "ফিলিস্তিনের পতাকা নিয়ে মিছিলের চেষ্টা করায় সুপরিচিত নাট্য পরিচালক ও অভিনেতা জয়রাজ ভট্টাচার্য সহ ১১ জনকে অন্যায়ভাবে শেক্সপিয়ার সরণি থানা আটক করে রেখেছে। তাঁদের 'অপরাধ' তাঁরা ফিলিস্তিনের পতাকা নিয়ে  ১১ জন মিলে নীরব প্রতিবাদ মিছিল করছিলেন। আকাদেমি অব ফাইন আর্টসের সামনে থেকে রওনা হয়ে কিছুদুর যেতেই পুলিশ তাঁদের তুলে নিয়ে আটক করে রেখেছে। 

আমরা এই অন্যায় আটকের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অন্যায় আটকের জন্য দোষী পুলিশদের শাস্তি দাবি করছি।

প্রসঙ্গত, গত সপ্তাহে রাস্তায় সরকারের অপছন্দের গ্রাফিতি আঁকার জন্য চয়ন সেন নামের এক চিত্রশিল্পীকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে কলকাতা পুলিশ। আমরা অবাক হচ্ছি, এ কোন কলকাতা। দীর্ঘ বাম ও গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহ্যময় কলকাতায় ফিলিস্তিনের পতাকা বহনের জন্য বা গ্রাফিতি আঁকার জন্য গ্রেফতার করবে পুলিশ! আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।"

Post a Comment

0 Comments