বেঙ্গল মিরর ডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রয়াগরাজে জবরদস্তি করে নির্মাণ কাঠামো গুঁড়িয়ে দিয়েছেন। এমনই অভিযোগ হয়। আর তাই সেই ঘটনায় মঙ্গলবার যোগী সরকারকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। অভিযুক্তকে সময় না দিয়ে নোটিশ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে কেন বাড়িতে বুলডোজার চালিয়ে দেওয়া হল উঠে আসে সেই প্রশ্নও।
এ দিন শীর্ষ আদালতে সওয়াল জবাব চলাকালীন একটি ভিডিয়ো তুলে ধরে উত্তরপ্রদেশ সরকার ও প্রয়াগরাজ প্রশাসনকে কড়া ভাষায় তিরস্কার করেন বিচারপতি অভয় এস ওকা এবং উজ্জ্বল ভুঁইঞাকে নিয়ে গঠিত বেঞ্চ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর একটি বাচ্চা মেয়ে বই হাতে দৌড়ে পালাচ্ছে। ঘটনাকে 'অমানবিক' মন্তব্য করে আদালতের দ্বারস্থ হওয়া প্রতিটি বাড়ির মালিককে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
![]() |
প্রতীকী ছবি |
এ নিয়ে বিচারপতি উজ্জ্বল ভুঁইঞা বলেন, 'ভাইরাল ভিডিয়োতে একটি ছোট মেয়েকে একটি ভাঙা বাড়ির বাইরে দেখা যাচ্ছে। এই ধরণের ছবি অত্যন্ত বিরক্তিকর।'
অভিযোগ, ২০২১ সালে গ্যাংস্টার নেতা আতিক আহমেদের সম্পত্তি লাগোয়া একাধিক বাড়ি ভেঙে দিয়েছিল প্রয়াগরাজ প্রশাসন। ওই ঘটনায় প্রত্যেক ক্ষতিগ্রস্তকে এ দিন ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। বিচারপতিদের পর্যবেক্ষণ, অবৈধ বুলডোজার নীতি ‘অসংবেদনশীলতার’ জলজ্যান্ত উদাহরণ। ‘বিবেকের বিসর্জন’ দিয়েছে প্রশাসন।
0 Comments