বেঙ্গল মিরর ডেস্ক: পার্লামেন্টে যখন ওয়াকফ সংশোধনী বিল পাস আটকাতে এককাট্টা 'ইন্ডিয়া জোট'-এর সব শরিক দল, তখন সংসদে অনুপস্থিত সাংসদ শতাব্দী রায়। তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। তৃণমূল সাংসদ অবশ্য জানিয়েছেন, 'গুরুতর' অসুস্থ থাকায় তিনি পার্লামেন্টে থাকতে পারেননি। দলের তরফে হুইপ জারি করা হয়েছিল। সংসদে উপস্থিত থাকা ও ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্যেই এটা করেছিল তৃণমূল। কিন্তু তিনি খুবই অসুস্থ থাকায় যেতে পারেননি। তাঁর স্বাস্থ্যের এমন অবস্থা নিয়ে অনেকেই ভয় পেয়ে গিয়েছিলেন ছিলেন। একজন সফল 'অভিনেত্রী সাংসদ' অসুস্থ হলে মানুষের মন খারাপ তো করবেই! এরই মধ্যে এলো সুসংবাদ। তিনি সুস্থ হয়েছেন। শুধু তাই নয়, রবিবার হাজার হাজার মানুষের ভিড়ের সঙ্গে হেঁটেছেন রামনবমীর মিছিলেও।
![]() |
এ দিন তিনি সিউড়িতে রামনবমীর মিছিলে হাঁটেন সাংসদ। বিজেপির পাশাপাশি বীরভূমের সিউড়িতে তৃণমূলের পক্ষ থেকেও রামনবমীর শোভাযাত্রা ছিল। সেই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বীরভূম লোকসভার সাংসদ শতাব্দী রায়। তিনি ছাড়াও সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, পৌরপিতা উজ্জ্বল চট্টোপাধ্যায়-সহ অন্যান্য তৃণমূলের নেতা-কর্মীরা মিছিলে হাঁটেন। সিউড়ি শহর থেকে শুরু হয় তৃণমূলের মিছিল শেষ হয় হনুমান মন্দিরে।
এ দিকে সাংসদের ভূমিকার সমালোচনা শুরু হয়েছে। তাঁকে বয়কটের ডাক দিয়েছেন বীরভূমের মুরারইয়ের বাসিন্দাদের একাংশ। কেউ কেউ দাবি তুলেছেন 'শতাব্দী হটাও তৃণমূল বাঁচাও'।
স্থানীয় তৃণমূলের দাবি শতাব্দী রায় এলাকার উন্নয়নের জন্য সংসদে অনেকবার সোচ্চার হয়েছেন। প্রতিবেদককে শতাব্দী ফোনে বলেন, আমি অসুস্থ ছিলাম। স্যালাইন চলছিল। তাই উপস্থিত হতে পারিনি। যারা লিখছেন তাদের আগে জেনে-বুঝে সমাজমাধ্যমে লেখা উচিত ছিল। বিজেপির বীরভূম জেলা সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহার টিপ্পনী, শতাব্দীর বোধোদয় হয়েছে। তাই তিনি পার্লামেন্টে অনুপস্থিত ছিলেন।
(তথ্য সৌজন্য পুবের কলম)
0 Comments