মুর্শিদাবাদ নিয়ে ভুয়ো পোস্ট: সুকান্ত মজুমদার-অর্জুনের বিরুদ্ধে থানায় অভিযোগ তৃণমূলের

সোমনাথ ঘোষ

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ সোশ্যাল মিডিয়ায় লাগাতার উসকানিমূলক বক্তব্য পেশ করছেন, বলে অভিযোগ। এরই মধ্যে রাজ্যের শান্তি-শৃঙ্খলা ব্যাহত করছেন, তাই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিজেপি নেতা অর্জুন সিংহের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হোক। এমনই আর্জি জানিয়ে থানায় লিখিত অভিযোগ করল তৃণমূল ছাত্র পরিষদ। সোমবার সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপ এবং হারউড পয়েন্ট কোস্টাল থানায় এই মর্মে লিখিত অভিযোগ করেন সংগঠনের জেলা সভাপতি দেবাশীষ দাস।

নিজস্ব ছবি

তিনি থানায় দেওয়া অভিযোগপত্রে লিখেছেন, "আমার নিবেদন এই যে, ২য় পক্ষগণ পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা লাগানোর জন্য পরিকল্পিতভাবে কয়েকদিন ধরে তাদের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে ভিনরাজ্যের কিছু পুরানো ঘটনার ছবি/ভিডিয়ো ভাইরাল করছে। উক্ত ভিডিয়ো ও ছবি সম্পূর্ণ ভুয়ো। এইসব ভিডিয়ো ও ছবি বাংলার ঘটনা বলে শান্ত বাংলাকে অশান্ত করার জন্য এবং হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে। ২নং ২য় পক্ষ সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করেছে যে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও বিহার থেকে লোক নিয়ে এসে পশ্চিমবঙ্গের একটা সম্প্রদায়ের মানুষকে খুন করার হুমকি দিচ্ছে। ২য় পক্ষগণ বাংলায় ধর্মীয় উসকানি দিয়ে ভিনরাজ্যের ভুয়ো ভিডিয়ো ও ফটো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা লাগানোর জন্য এইরুপ করছে। সেকারণ প্রার্থনা ২য় পক্ষগনের বিরুদ্ধে আইনত পদক্ষেপ লইয়া বাধিত করিবেন।"

Post a Comment

0 Comments