আলিয়ায় জাহানারা চৌধুরী-আবদুর রাউফ স্মরণের অনুষ্ঠান

শাহজালাল খান

বাংলা সাহিত্য ও সংস্কৃতিচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আলিয়া সংস্কৃতি সংসদ। এই সংস্থার উদ্যোগে অন্যান্য বছরের মতো এবারও আয়োজিত হলো আবদুর রাউফ স্মরণে বিশেষ অনুষ্ঠান। শনিবারআলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসের সভাঘরে প্রখ্যাত প্রাবন্ধিক ও চতুরঙ্গ পত্রিকরগ সম্পাদক আবদুর রাউফের স্মৃতিতে অনুষ্ঠিত হয় এক আলোচনাচক্র। এ দিন আবদুর রাউফ স্মারক বক্তৃতা দেন বিশিষ্ট ইতিহাসবিদ ও লেখক জাহিরুল হাসান। এই দিনই প্রকাশিত হয় 'আবদুর রাউফ রচনাবলি ১' নামে একটি বই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মাইনোরিটি কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান, অধ্যাপক সাইফুল্লা, অধ্যাপক আমজাদ হোসেন, অধ্যাপক অমিত দে, অধ্যাপক মীর রেজাউল করিম, সাংবাদিক কাজী গোলাম গউস সিদ্দিকি, আসিফ রেজা আনসারী–সহ বিশিষ্টরা।

নিজস্ব ছবি 

'বর্ষবাণী পত্রিকা ও চৌধুরী পরিবার' শীর্ষক আলোচ্য বিষয়ে জাহিরুল হাসান বলেন, বর্ষবাণী পত্রিকা প্রথম শুরু হয়েছিল রূপরেখা নামে। পরে সেই নামে বিনোদনমূলক একটি পত্রিকা শুরু হয়। আর মূল পত্রিকাত নাম রাখা হয় বর্ষবাণী। সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐকের বার্তা ছড়িয়ে দিতে বর্ষবাণীর ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। একইভাবে বর্ষবাণী পত্রিকা ও চৌধুরী পরিবার সম্পর্কে বলেন আহমেদ হাসান ইমরান।  

প্রসঙ্গত, জাহানারা বেগম চৌধুরী ওরফে মীরা একজন পত্রিকা সম্পাদক, কবি, সাহিত্যিক ও একজন শিল্পীও বটে। ১৯৩৬ সালে বড়দিন উপলক্ষে লখনউ শহরে একটি শিল্প প্রদর্শনী হয়েছিল। এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিলেন জাহানারা বেগম চৌধুরী। আর তার নিজ হাতে তৈরি কাঁথা জিতেছিল প্রথম পুরস্কার। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুলের খুব কাছের ছিলেন তিনি।

Post a Comment

0 Comments